ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক মাহুতের ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ছেলেটির নাম জাহিদ (১৭)। তার বাবা চিড়িয়াখানার মাহুত আজাদ আলী। জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার এসব তথ্য জানান।
তিনি জানান, মাহুত আজাদ আলী তার ছেলেকে নিয়ে হাতির ব্যায়ামাগারের ভেতরে ঢুকেন। অপরিচিত জাহিদকে দেখে আক্রমণ করে হাতি। এরপর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে না জানিয়ে আহত ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য রওনা হন মাহুত। পথেই ছেলের মৃত্যু হলে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ার উদ্দেশে রওনা দেন তিনি।
চিড়িয়াখানার কর্মকর্তারা লোকমুখে এ ঘটনা জানতে পারেন। পরবর্তীতে মাহুতের সঙ্গে কথা হয় বলেও জানান তিনি।
অন্যবারের তুলনায় এবার চিড়িয়াখানার ভেতরে প্রচুর ভিড়। দর্শনার্থীদের টিকিট চেক করে প্রবেশ করাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভেতরে হাতি দিয়ে ফুটবল খেলা দেখানো হচ্ছিল। কিছুক্ষণ পর হঠাৎ হাতিটি বিগড়ে যায়। এসময় সামনে (খেলা দেখানোর স্থানের ভেতরে) থাকা একজনকে শুঁড় দিয়ে তুলে আছাড় দেয় হাতিটি। পরে কিশোরটির মৃত্যু হয়। নিহত কিশোর চিড়িয়াখানার মাহুত আজাদ আলীর ছেলে।
মিরপুর জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি হাতি রয়েছে বলে জানান রফিকুল ইসলাম তালুকদার।