Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় সরকার : ফখরুল

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। ছবি : সকাল সন্ধ্যা
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর বিরুদ্ধে লড়াই করছেন করছেন তারা।

বৃহস্পতিবার সকালে ঢাকার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশ এখন পুরোপুরি দুবৃর্ত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। একদিকে তারা (সরকার) মানুষের রাজনৈতিক অধিকার হরণ করছে, অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে। তাদের মূল্য লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে পরনির্ভরশীল একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা।

“আমরা এর বিরুদ্ধে লড়াই করছি। ইনশাল্লাহ আমরা জয়ী হবো।”

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত হয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় আওয়ামী লীগ বিভিন্ন কলাকৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করেছে।

এমন পরিস্থিতিতে দেশের মানুষের অধিকার রক্ষায় চলমান আন্দোলনকে আরও বেগবান করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এই আন্দোলনের মধ্য দিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠা করার প্রত্যয়ও ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

এসময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, ফরহাদ হালিম ডোনার, হাবিবুর রহমান হাবিব, মাসুদ আহমেদ তালুকদার, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উ্ন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত