অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’ এবার আসছে বড় পর্দায়। আর এই সিনেমায় পঙ্কজ ত্রিপাঠিকেই দেখা যাবে চিরচেনা আখান্ডানান্ড ত্রিপাঠি ওরফে কালীন ভাইয়া চরিত্রে। পাশাপাশি সিরিজের মতই গুড্ডু পণ্ডিত চরিত্রে থাকছেন আলি ফজল। সিনেমাটি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
সোমবার সোশ্যাল মিডিয়ায় ‘অ্যানাউন্সমেন্ট টিজার’ পোস্ট করে এই কথা জানিয়েছে প্রযোজনা সংস্থা অ্যামাজন এমজিএম স্টুডিওস এবং এক্সেল এন্টারটেইনমেন্ট।
দেড় মিনিটের এই ভিডিওতে ইঙ্গিত দেওয়া হয়েছে সিনেমাতে ফিরছে কালীন ভাইয়ার ছেলে মুন্না ত্রিপাঠি, যে কিনা দ্বিতীয় সিজনের শেষে গোলাগুলিতে মারা যায়।
এ বছরের শুরুতে তৃতীয় সিজন মুক্তির পর দর্শকদের একটা বড় অংশ সিরিজে ‘মুন্না ভাইয়া’-এর না থাকা নিয়ে আক্ষেপ করেছিলেন। এই চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যেন্দু শর্মা।
কিছু দিন আগে যদিও শোনা গিয়েছিল ‘মির্জাপুর’ সিনেমা হয়ে ফেরত এলে কালীন ভাইয়ার চরিত্রে দেখা যেতে পারে হৃত্বিক রোশনকে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটলো এই অ্যানাউন্সমেন্ট টিজার দিয়ে।
ওয়েব প্ল্যাটফর্মে টানা তিন সিজন ধরে দর্শক ধরে রেখেছিল ‘মির্জাপুর’। ২০১৮ সালে মুক্তিপায় প্রথম সিজন। আর প্রথম মুক্তিতেই অর্জন করে নেয় দর্শক ভালোবাসা। এরপর করোনা মহামারীর সময় মুক্তি পেয়েছিল সিরিজের দ্বিতীয় সিজন। আর চলতি বছরের শুরুতে তৃতীয় সিজন।