Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে উদ্ধার করা হয় মোহাম্মদ সজীবের মরদেহ।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে উদ্ধার করা হয় মোহাম্মদ সজীবের মরদেহ।
Picture of আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ ২০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

মোহাম্মদ সজীব (২৬) ঢাকার পল্লবী থানার ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, কক্সবাজারে বেড়াতে যাওয়া সজীব বুধবার দুপুরে সৈকতের সিগাল পয়েন্টে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে তাদের মধ্যে পাঁচজন স্রোতের টানে ভেসে যায়। এসময় সজীবের স্বজনদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা তিনজনকে তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হলেও সজীবসহ দুজনকে উদ্ধারে ব্যর্থ হয়।

পরে লাইফগার্ড কর্মীরা এই দুজনের মধ্যে একজনকে ওয়াটার বাইক দিয়ে উদ্ধার করে। তবে সাগরের বিভিন্ন পয়েন্টে খোঁজ করেও সজীবের সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, “নিখোঁজ সজীবের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে লাইফগার্ড কর্মীদের পাশাপাশি বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ সদস্যদের উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল।

“একপর্যায়ে বৃহস্পতিবার সকালে সৈকতের নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্টদের খবর দেয় স্থানীয়রা। পরে প্রশাসন ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।”

পর্যটন সেলের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত