Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং’ এর টিজারে পাওয়া গেল যে ৮ আভাস

হলিউড, টম ক্রুজ, মিশন ইম্পসিবল
আগামী বছরে ২১ মে মুক্তি পাবে মিশন : ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির অষ্টম সিনেমা।
[publishpress_authors_box]

মুক্তি পেল ‘মিশন: ইম্পসিবল- দ্য ফাইনাল রেকনিং’ এর ট্রেইলার। বিশ্বব্যাপী জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজের অষ্টম সিক্যুয়েলের একটি ঝড়ো আভাস পাওয়া গেলো তাতে। মুভি রিভিউ ভিত্তিক পোর্টাল স্ক্রিন র‌্যান্ট এই ট্রেইলার নিয়ে করেছে বিস্তর পর্যালোচনা। তাতে বের হয়ে এসেছে চমকপ্রদ ৮টি অনুমান।

ফিরে আসবে ‘র‌্যাবিটস ফুট’

এই ফ্র্যাঞ্চাইজের ৩ নম্বর সিক্যুয়েল যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে থাকবে প্রবল বিধ্বংসী ‘রেবিটস ফুট’ এর কথা। ট্রেইলার দেখে ধারণা করা হচ্ছে আবারও ফিরে আসবে এই ‘র‌্যাবিটস ফুট’ এর প্রসঙ্গ। যা কিনা একটি ‘বায়োলজিকাল উইপেন’ বা মারণাস্ত্র। চলচ্চিত্র পরিচালক জে জে অ্যাবরামস এর মিশন ইম্পসিবল থ্রি-তে ঘুরে ফিরে আসে এই ‘র‌্যাবিটস ফুটস’ এর প্রসঙ্গ। তবে খুব কমই জানা গেছে এই মারণাস্ত্র সম্পর্কে।

‘র‌্যাবিটস ফুট‘ কি এআই ভিলেন ‘এনটিটি’ কে ধ্বংস করবে?

ট্রেইলার বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে ‘র‌্যাবিটস ফুট’ এবং এআই ভিলেন পরস্পর সম্পর্কযুক্ত। অনুমান করা হচ্ছে এই ‘বায়োলজিকাল উইপেন’ এর এআই ভিলেন ‘এন্টিটি’কে নিয়ন্ত্রণের ক্ষমতা আছে। তাই ইথান হান্ট-এর চরিত্রে টম ক্রুজকে দেখা যাবে ‘এন্টিটি’র বিরুদ্ধে এই ‘র‌্যাবিটস ফুট’ ব্যবহার করছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি এরিকা স্লোন ?

এরিকা স্লোনকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘মিশন: ইম্পসিবল – ফলআউট’ -এ। যেখানে তিনি সিআইএ-এর প্রাক্তন পরিচালক থেকে পদোন্নতি পেয়ে আইএমএফ (ইম্পসিবল মিশন্স ফোর্স)-এর সেক্রেটারি হন। অবশেষে, তাকে আবার দেখা যাবে ‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং’-এ।

ট্রেইলার দেখে অনুমান করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর পদে আসীন হয়েছেন এরিকা স্লোন।

ইথানের দলে ভিড়বে ডেগাস?

ট্রেইলারের একটি দৃশ্যে দেখা গেছে ইথানের দলে কাজ করছে এক সময়ের প্রতিপক্ষ ডেগাস। তবে ডেগাসের পার্টনার ব্রিগস সেই দৃশ্যে নেই। অনুমান করা হচ্ছে হয়তো ব্রিগস এখনও তাড়া করে বেড়াচ্ছে ইথানের দলকে, অথবা ডেগাসের এমন পক্ষ বদলানোর আগেই সে মারা গেছে।

শত্রুর পক্ষে কিট্রিজ

ডেগাসই একমাত্র চরিত্র নন যে এই সিক্যুয়েলে পক্ষ বদল করেছে। ট্রেইলার পর্যবেক্ষণ করে দেখা গেছে ইউজিন কিট্রিজও বদলেছে পক্ষ। তাকে ইথান হান্ট এর প্রতিপক্ষ গ্যাব্রিয়েলের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

লুথার মারা যাবেন?

ফাইনাল রেকনিং-এ মৃত্যুর সম্ভাবনা আছে অনেকেরই। ট্রেইলার দেখে ধারণা করা হচ্ছে, মিশন: ইম্পসিবল-ডেড রেকনিং’- এ লুথারকে দেখা গেছে পার্শ্বচরিত্রে। তবে ‘দ্য ফাইনাল রেকংনিং’-এর ট্রেইলারে লুথারকে দেখা গেছে হাসপাতালের গাউন পরিহিত অবস্থায়। ধারণা করা হছে খুব খারাপ কিছুই ঘটছে তার সঙ্গে।

ইথানের বন্ধুদের মধ্যে থেকেই কেউ কি আইএমএফ-এর সেক্রেটারি হচ্ছেন?

সিক্রেট এজেন্সি আইএমএফ-এর  সেক্রেটারি পদের পরিবর্তন দেখা গেছে বহুবার। এরিকা স্লোনকে যেহেতু মার্কিন প্রেসিডেন্টের পদে দেখা গেছে, ফলে খালিই হচ্ছে পদটি। এবার কি তবে নতুন কেউ পূরণ করবে এই পদ?   

ইথান হান্টের মৃত্যু?

ফ্র্যাঞ্চাইজের শেষ সিক্যুয়েল যদি ‘দ্য ফাইনাল রেকনিং’ হয়, তবে ইথান হান্টেরও সমাপ্তি ঘটতে পারে এই পর্বে। এন্টিটিকে থামাতে ইথান হান্ট এর মৃত্যুই একমাত্র বীরত্বপূর্ণ সমাপ্তি হতে পারে। ইথানের মৃত্যুর মধ্য দিয়েই টম ক্রুজের এই কিংবদন্তী চরিত্রটির একটি মহাকাব্যিক সমাপ্তি ঘটতে পারে বলে মনে করছেন অনেকেই।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত