Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফি খেলা হচ্ছে না মিচেল মার্শের

marsh-08
[publishpress_authors_box]

ক্রিকেট অস্ট্রেলিয়া আরেকজন ‘শেন ওয়াটসন’ তৈরি করতে চেয়েছিল মিচেল মার্শকে দিয়ে। কিন্তু চোট তার ক্যারিয়ারের গ্রাফই ঠিক করতে দেয়নি। পুনর্বাসন শেষে যখনই নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছেন, তখনই আবার থাবা বসিয়েছে চোট। এবার ধাক্কাটা চ্যাম্পিয়নস ট্রফির আগে।

বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজনে খেলা হচ্ছে না মার্শের। পিঠের চোট তাকে ছিটকে দিয়েছে টুর্নামেন্ট থেকে। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিজ্ঞপ্তিতে মার্শের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে। শুধু চ্যাম্পিয়নস ট্রফি নয়, আইপিএলে খেলাও পড়ে গেছে সংশয়ের মধ্যে। এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টের হয়ে খেলার কথা মার্শের।

এবারের অস্ট্রেলিয়ার মৌসুমটা ভীষণ কঠিন গেছে মার্শের। ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৭ ইনিংসে করেছিলেন মাত্র ৭৩ রান। ধারাবাহিক ব্যর্থতায় সিডনির শেষ ম্যাচে বাউ ওয়েবস্টারের কাছে জায়গা হারিয়েছিলেন তিনি।

ওই সিরিজ চলাকালীনই তার ফিটনেস নিয়ে কথা ওঠে। এরপর ৭ জানুয়ারি বিগ ব্যাশের একটি ম্যাচ খেলার পর আবার বিশ্রামে চলে যান মার্শ। যেহেতু সামনেই চ্যাম্পিয়নস ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, এর আগে শারীরিক ও মানসিকভাবে ‍সতেজ হতে চেয়েছিলেন তিনি। কিন্তু চোটের ধাক্কায় সব এলোমেলো।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পিঠের নিচের দিকের ব্যথায় চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন মিচেল মার্শ। জাতীয় নির্বাচক প্যানেল ও অস্ট্রেলিয়ার পুরুষ দলের মেডিকেল দল মার্শকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে কারণ তার ইনজুরি পুনর্বাসনে যথেষ্ট সাড়া দেয়নি।”

চ্যাম্পিয়নস ট্রফিতে মার্শের বদলি হতে পারেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ড। যদিও এই টপ অর্ডার ব্যাটারের সময় ভালো যাচ্ছে না। এবারের বিগ ব্যাশে ব্যাটে রান ছিল না তার। অনেক সংগ্রাম শেষে ব্রিসবেন হিটের বিপক্ষে সর্বশেষ ম্যাচে রান পেয়েছেন ফ্রেজার-ম্যাকগার্ড। মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে ৪৬ বলে খেলেন ৯৫ রানের ইনিংস। তাছাড়া ওয়ানডে তার পরিসংখ্যান ভালো নয়। ৫ ম্যাচে করেছেন মাত্র ৮৭। এরপরও তিনি সুযোগ পেয়ে যেতে পারেন, কারণ মার্শের মতো তার ব্যাটিংও আগ্রাসী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত