বয়স ৩৫ বছর ছুঁই ছুঁই। গতিও কমেছে। যশস্বী জয়সওয়াল তাই পার্থ টেস্টে মিচেল স্টার্ককে স্লেজিং করতে গিয়ে বলেছিলেন ‘ খুব মন্থর বোলিং করছ আমাকে’। সেই মন্থর স্টার্কে অ্যাডিলেড টেস্টে বিধ্বস্ত ভারত।
৬ উইকেট নিয়ে স্টার্ক গোলাপি বলের টেস্টে ভারতকে গুটিয়ে দিয়েছেন ১৮০ রানে। ৪৮ রানে ৬ উইকেট স্টার্কের ক্যারিয়ার সেরা। আগের সেরা ছিল ২০১৬ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ রানে ৬ উইকেট।
‘মন্থর’ বলা যশস্বীকে প্রথম বলেই এলবিডব্লিউ করেন স্টার্ক। ঘণ্টায় ১৪০.৪ কিলোমিটার গতিতে আসা বলের সুইং বুঝতে পারেননি ভারতীয় ওপেনার।
লেগ স্টাম্পে ছিল বলটি। সেখান থেকে বাইরে না গিয়ে সোজা ঢুকে উইকেটের দিকে। লাইন ফস্কে এলবিডব্লিউ হয়ে মাথা নাড়তে নাড়তে বেরিয়ে যান যশস্বী, রিভিউও নেননি।
পার্থ টেস্ট শেষে যশস্বীকে নিয়ে স্টার্ক বলেছিলেন, “আমি শুনতেই পাইনি যশস্বী আমাকে মন্থর বলেছে। এখন আর আমি খুব বেশি স্লেজিং করি না। আগে করতাম।’’
আজ (শুক্রবার) যেভাবে বল করেছেন তাতে স্লেজিং করার দরকারও পড়ে না। প্রথম বলে উইকেট পেয়ে উজ্জীবিত স্টার্ককেই অ্যাডিলেডে সামলাতে পারেননি ভারতীয় ব্যাটাররা। ৩৭ রান করা অপর ওপেনার লোকেশ রাহুলও ফেরেন স্টার্কের বলে। তিনি ক্যাচ দেন স্লিপে ম্যাকসুয়েনির হাতে।
এরপর স্টার্ক ফেরান বিরাট কোহলি (৭ রান), নিতিশ কুমার (৪২), রবিচন্দ্রন অশ্বিন (২২) ও হার্ষিত রানাকে (০)। একটা সময় ১৯তম ওভারে ১ উইকেটে ৬৯ রানের স্কোর ছিল ভারতের। সেখান থেকে ২৬তম ওভারে ৮৭ রানে ৫ উইকেটে পরিণত হয় তারা।
৬ বছর পর মিডলঅর্ডারে নামা অধিনায়ক রোহিত শর্মাও থামাতে পারেননি এই ধস। তিনি ২৩ বলে ৩ রানে স্কট বোলান্ডের বলে হন এলবিডব্লিউ। বোলান্ড ও প্যাট কামিন্স নেন ২টি করে উইকেট।
জবাবে ১৩ রান করা উসমান খাজাকে শুরুতেই ফেরান জাসপ্রিত বুমরা। তাতে এ বছর প্রথম বোলার হিসেবে টেস্টে ৫০ উইকেটের মাইলফলকে পা রাখেন বুমরা। নিজের জন্মদিনটা রঙিন হয়েছে তাতে।
অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ১ উইকেটে ৮৬ রানে। নাথান ম্যাকসুয়েনি ৩৮ আর মার্নাস লাবুশানে অপরাজিত আছেন ২০ রানে।