Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

বেনাপোল বন্দরে বসছে মোবাইল কন্টেইনার স্ক্যানার

SS-Benapole-land-port-171124
[publishpress_authors_box]

বাণিজ্য সহজীকরণ, পণ্য খালাসের সময় কমিয়ে আনা ও চোরাচালান বন্ধ করতে বেনাপোল স্থল বন্দরে মোবাইল স্ক্যানার বসছে।

নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে সম্প্রতি বাংলাদেশ কাস্টমস এই মোবাইল স্ক্যানার বসানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, গত ১৪ নভেম্বর বেনাপোল বন্দরে নতুন নির্মিত কার্গো টার্মিনাল উদ্বোধন ও পরিদর্শনকালে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন অবিলম্বে বেনাপোল বন্দরে স্ক্যানার স্থাপনের নির্দেশনা দেন। 

স্থায়ী কন্টেইনার স্ক্যানার স্থাপন সময়সাপেক্ষ হওয়ায় প্রথমে বেনাপোল স্থল বন্দরে অস্থায়ীভাবে মোবাইল কন্টেইনার স্ক্যানার স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এছাড়া পানগাঁও কন্টেইনারেও মোবাইল স্ক্যানার বসানোর কার্যক্রমও এনবিআর গ্রহণ করেছে। 

এর ফলে বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আসবে। ব্যবসায়ীরা দ্রুততম সময়ের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে পারবে বলে আশা করছে এনবিআর।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত