Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

ফের বিয়ে করেছেন সুজানা, স্বামী দুবাই প্রবাসী ব্যবসায়ী

তৃতীয়বারের মতো বিয়ে করলেন অভিনেত্রী সুজানা।
ইনস্টাগ্রামে নিজের বিয়ের ছবি শেয়ার করেছেন সুজানা।
[publishpress_authors_box]

মিডিয়া থেকে দূরে, তবু ভক্তরা ভোলেননি মডেল ও অভিনেত্রী সুজানাকে। প্রিয় তারকার খোঁজ রাখতে নিয়মিতই তার ফেসবুক পেজ কিংবা ইন্সটাগ্রামে ঢুঁ মারছেন। তাইতো, ছ’দিন আগে ইন্সটাগ্রামে দেয়া সুজানার নতুন বিয়ের খবর গণমাধ্যমের আগেই জেনেছেন ভক্তরা।

গত ২৩ অক্টোবর ইন্সটাগ্রামে সুজানা এক ভিডিও পোস্টের মাধ্যমে জানালেন-ফের বিয়ে করেছেন তিনি। পাত্র সাইদ হক। হাতের ওপর হাত রাখা, কেকের গায়ে লেখা দুজনার নাম। একসাথে দাঁড়িয়ে একটি ছবিই সে ভিডিওতে প্রকাশ করেছেন সুজানা। প্রায় সাড়ে পাঁচ হাজার ভক্ত জানার পর সোমবার গণমাধ্যমের নজরে এলো সুজানার বিয়ের খবরটি।

তবে, বিয়ের ঘটনাটি তারও আগের। ইন্সটাগ্রাম পোস্টকে কেন্দ্র করে গণমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদের প্রেক্ষিতে গণমাধ্যমে কথা বলেছেন সুজানা। তিনি জানান, মূলত ২২ আগস্ট পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়। স্বামী ব্যাবসায়ী। তবে, কোন আনুষ্ঠানিকতা হয়নি। বিয়ে হয়েছে কোর্টে। হানিমুনও হয়নি।

এ প্রসঙ্গে সুজানা বলেন, “ইসলামে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার কথা কোথাও উল্লেখ নেই। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার। আমাদের দুই পরিবার বিষয়টি অবগত। বিয়ের দুদিন পর আমরা দু’জনে ওমরাহ পালন করেছি। আল্লাহ আমাকে যে পথে রেখেছেন আমি বাকিটা জীবন এভাবে পার করতে চাই।”

দীর্ঘদিন ধরেই মডেলিং কিংবা অভিনয় থেকে দূরে সরে আছেন তিনি। গণমাধ্যমকে জানিয়েছিলেন, মিডিয়া ছেড়ে ধর্মে মন দিয়েছেন। বেশভূষাতেও এসেছে ব্যাপক পরিবর্তন। একসময়ের হার্টথ্রব মডেল এখন বোরখা হিজাবে ঢেকেছেন নিজেকে। পাশে দাঁড়ানো নতুন জীবনসঙ্গীর পরনেও অ্যারাবিক পোশাক।

পেছন ফিরে তাকালে আরও দু’টি দাম্পত্যের অতীত খুঁজে পাওয়া যাবে সুজানার। প্রথম সংসার ২০০৬ সালে। ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে বিয়ে করেছিলেন সুজানা। সংসারটি টেকেনি। এরপর ২০১৪ সালে দীর্ঘ প্রেমের ইতি টেনে সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হৃদয় খানকে বিয়ে করে দারুণ সাড়া ফেলে দিয়েছিলেন।

তবে, সব ভুলে ভক্তদের শুভকামনাই পাচ্ছেন এখন, নতুন জীবনে যেন সুখে থাকেন তিনি এ কামনা সকলের।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত