Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সিলেটে মাঝারি তাপপ্রবাহ, প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা

তাপ্রবাহে পুড়ছে সিলেট। ছবি : সকাল সন্ধ্যা
তাপ্রবাহে পুড়ছে সিলেট। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

শেষবার যখন দেশজুড়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, তখনও তুলনামূলক স্বস্তির ছিল সিলেট বিভাগের তাপমাত্রা। তবে সিলেটবাসীর সেই সুখের দিন বোধহয় ফুরাতে চলেছে, ক্রমেই উষ্ণ হয়ে উঠছে বিভাগটির আবহাওয়া।

শনিবার বিকাল ৩টায় সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার যা ছিল  ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন সকাল সন্ধ্যাকে বলেন, শনিবার বেলা তিনটায় সিলেটের যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা বিভাগে এ বছরের সর্বোচ্চ। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রার পরিস্থিতি এমনই থাকবে।

এর আগে ২০১৪ সালের ২৪ এপ্রিল সিলেটের তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল বলে জানান এই আবহাওয়াবিদ। 

আবহাওয়া অধিদপ্তরের সাধারণ নিয়ম অনুযায়ী, তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। সে হিসেবে সিলেটে মাঝারি তাপপ্রবাহ চলছে।

গত তিন দিন ধরেই সূর্যের প্রখর খরতাপে পুড়ছে সিলেট। প্রচণ্ড রোদে ভোগান্তি পোহাচ্ছে পথচারী ও দিনমজুর শ্রেণির মানুষ। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ, যানবাহনের দেখাও মিলছে কম।

জেলা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী সকাল সন্ধ্যাকে বলেন, সারাদেশে যখন তাপপ্রবাহ বাড়ছিল তখন থেকেই আমরা সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করে আসছি।

বয়স্ক ও শিশুদের খুব প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেন সিভিল সার্জন। তিনি বলেন, বাড়তি তাপমাত্রায় সবারই সচেতনতা ও সাবধানতা জরুরি। বেশি করে তরল খাবার খেতে হবে, শরীর যেন পানিশূন্য না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত