Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

ইউনূসের ফোন পাওয়ার খবর দিলেন মোদি

নরেন্দ্র মোদি ও মুহাম্মদ ইউনূস।
নরেন্দ্র মোদি ও মুহাম্মদ ইউনূস।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ফোন পাওয়ার বিষয়টি মোদি নিজেই তার সোশাল মিডিয়া একাউন্ট এক্সে পোস্ট করে জানিয়েছেন।

এতে মোদি বলেন, “অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফোন করেছিলেন। বিরাজমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। তিনি বাংলাদেশের হিন্দু ও সব সংখ্যালঘুদের সুরক্ষা, নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।”

গত ৫ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। ওই ঘটনায় মোদি কোনও মন্তব্য করেননি। তবে দেশটি বাংলাদেশের সঙ্গে তার ৪ হাজার ৯৬ কিলোমিটার (২ হাজার ৫৪৫ মাইল) সীমান্তে ‘উচ্চ সতর্কতা’ জারি করে।

তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া মুহাম্মদ ইউনূসকে গত ৮ আগস্ট রাতে শুভকামনা জানিয়েছিলেন মোদি।

এক্সে এক পোস্টে মোদি লিখেছিলেন, “নতুন দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানাচ্ছি। বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে বলে আমরা (ভারত) প্রত্যাশা করছি। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের অভিন্ন আশা-আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত