Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

ড. ইউনূসকে ট্রাম্প ও মোদীর চিঠি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
[publishpress_authors_box]

বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চিঠিতে ট্রাম্প বাংলাদেশে পরিবর্তনের এই সময়ে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেছেন বলে বাসস জানায়।

অন্যদিকে মোদীও প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে অংশীদারিমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন বলে ভারতের সংবাদ মাধ্যমে খবর এসেছে।

শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, “আমেরিকার জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের এই পরিবর্তন গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নত নিরাপত্তার সক্ষমতা গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ এই বছরে আমাদের মধ্যে অংশীদারিত্ব অব্যাহত রাখার অপেক্ষায় রয়েছে।

“আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারব এবং আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারে আমরা একসঙ্গে কাজ করব।”

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা-দিল্লি শীতল সম্পর্কের মধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন মোদী।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের স্বাধীনতা দিবস স্মরণ করে লিখেছেন, “এই দিনটি আমাদের যৌথ ইতিহাস ও ত্যাগের সাক্ষ্য বহন করে, যা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারত্বের ভিত্তি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের ক্ষেত্রে আলোকবর্তিকা হয়েই আছে, যা একাধিক ক্ষেত্রকে সমৃদ্ধ করেছে এবং আমাদের জনগণের জন্য দৃশ্যমান সুফল বয়ে এনেছে।”

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, “শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের অভিন্ন আকাঙ্ক্ষায় চালিত এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ওপর ভিত্তি করে আমরা এই অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।”

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকেও শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, গণতান্ত্রিক, স্থিতিশীল, প্রগতিশীল, শান্তিপূর্ণ এবং সর্বজনীন বাংলাদেশের পাশে ভারত থাকবে।

গত বছর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর ঢাকা-দিল্লি সম্পর্ক শীতল থাকার মধ্যে যখন বাংলাদেশ বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস-মোদী বৈঠক আয়োজনে সচেষ্ট, তখন দিল্লি থেকে চিঠি এল।  

ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য এবিষয়ে ডয়চে ভেলে বাংলাকে বলেন, বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর বেশ কিছু বিষয় নিয়ে টানাপোড়েন দেখা গেছে। কিন্তু সার্বিকভাবে বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান কী, তা এই দুই বার্তায় স্পষ্ট হয়েছে। বাংলাদেশ এর উত্তর কী দেয়, তার উপর আগামীদিনের কূটনৈতিক সম্পর্ক অনেকটাই নির্ভর করবে।

এই চিঠির বিষয়ে বাংলাদেশ সরকারের কোনও ভাষ্য পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টা ড. ইউনূস চার দিনের সফরে এখন চীনে রয়েছেন।

তথ্যসূত্র : বাসস, এনডিটিভি, ইন্ডিয়া টুডে

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত