Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

এক ম্যাচ হারের পর মোহামেডান-আবাহনীর জয়

মুশফিককে ‘গার্ড অব অনার’ দিয়েছেন মোহামেডানের ক্রিকেটাররা। ছবি : বিসিবি
মুশফিককে ‘গার্ড অব অনার’ দিয়েছেন মোহামেডানের ক্রিকেটাররা। ছবি : বিসিবি
[publishpress_authors_box]

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করে। সেই হোঁচট কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছে তারা। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে হারের ধাক্কা কাটিয়ে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৬২ রানের বড় ব্যবধানে জিতেছে আবাহনী। এদিকে মিরপুরে গুলশানের বিপক্ষে হারের ক্ষত কাটিয়ে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান।

অবসর ঘোষণার পর মুশফিকুর রহিমের প্রথম ওয়ানডে ম্যাচে জিতেছে তার দল। দলের জয়ে ব্যাট হাতে নামতে হয়নি মুশফিককে। কিপিংয়ে তিনটি আউটে সহযোগীতা করেছেন। শুরুতে তাইজুলের বলে স্ট্যাম্পিং করেছেন আবদুল মজিদকে। পরে রনি তালুকদারের বলে মাহমুদুল হাসানের ক্যাচ এবং শেষে মেহেদি হাসান মিরাজের বলে তানবীর হায়দারকে স্ট্যাম্পিং করেছেন।   

মোহামেডানের হয়ে এবাদত হোসেন, তাইজুল ও মেহেদি হাসান মিরাজ দুটি করে উইকেট নেন। এতে ৯ উইকেটে ২২২ রান করে রূপগঞ্জ টাইগার্স। পরে মাহিদুল অঙ্কনের ৯৭ বলে অপরাজিত ৮১ রানে ম্যাচ জেতে মোহামেডান। সঙ্গে তাওহিদ হৃদয় ৪৭ বলে অপরাজিত ৭৪ রান করেন। দুজনের জুটি ১১৯ রানের।

বিকেএসপিতে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে জিতেছে আবাহনী। ১২৪ বলে ৮ ছক্কা ও ৯ চারে ১২৬ রান করেন পারভেজ হোসেন ইমন। জবাবে রাকিবুল হাসানের ৪ ও মৃত্যুঞ্জয় চৌধুরীর ৩ উইকেটে ৯ উইকেটে ১৬১ রান করে গুলশান ক্রিকেট ক্লাব। শুরুতে দল না পাওয়া লিটন এই দলের হয়ে খেলেছেন। প্রথম ম্যাচে করেছেন ২১ বলে ১৪ রান।

রানের ম্যাচে প্রাইম ব্যাংকে হারাল পারটেক্স

বিকেএসপিতে দিনের তৃতীয় ম্যাচে রানের বন্যা বয়েছে। দুই দল মিলে মোট ৬০২ রান তুলেছে। তাতে প্রাইম ব্যাংকের দেওয়া তিনশো রানের লক্ষ্য তিন উইকেট হারে রেখে ছুঁয়েছে পারটেক্স।

রান তাড়ায় পারটেক্সের হয়ে ম্যাচ জিতিয়েছেন আলাউদ্দিন বাবু। এই হার্ডহিটার ব্যাটার মাত্র ৩২ বলে ৭ ছক্কা ও ৫ চারে ৭৮ রানে অপরাজিত ছিলেন। এর আগে দলটির অধিনায়ক সাব্বির রহমান ৪৩ বলে করেছেন ৫৩ রান এবং আহরার আমিন পিয়ান ৩৬ বলে করেন ৪৪। প্রাইম ব্যাংকের হয়ে শাহাদাত হোসেন দিপু ৬১ বলে ৬৪ ও শামীম হোসেন পাটওয়ারী ৬০ বলে ৬৯ রান করেন।   

জয়ের জন্য শেষদিকে ৭ ওভারে ৭০ রান দরকার ছিল পারটেক্সের। অথচ ওই রান ৫ ওভারেই তুলেছেন আলাউদ্দিন। হাসানের শেষ ২ ওভারে ৪৪ ওভার নেন এই ব্যাটার।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত