Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ফিরলেন আমির, শাহিনের নেতৃত্ব হারানোর কারণ জানালেন ওয়াহাব

প্রায় সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরলেন মোহাম্মদ আমির।
প্রায় সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরলেন মোহাম্মদ আমির।
[publishpress_authors_box]

তাহলে বিশ্বকাপের দলে থাকছেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম? জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন দুজনই। পিএসএল শেষে অবসর ভেঙে ফেরার ইচ্ছে জানান তারা।

আজ (মঙ্গলবার) নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১৭ সদস্যের দলে ফেরানো হয়েছে দুজনকেই। তাদের সঙ্গে আছেন আরব আমিরাতে ৫ বছরের নিষেধাজ্ঞা পাওয়া উসমান খানও।

পাকিস্তান ছেড়ে আরব আমিরাতের জাতীয় দলে খেলতে চেয়েছিলেন উসমান। দীর্ঘদিন দলের বাইরে থাকা পেসার নাসিম শাহও ফিরেছেন দলে। পিএসএলে ভালো করে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার ইরফান খানও।

সবশেষ ২০২০ সালে পাকিস্তান জাতীয় দলে খেলেছিলেন মোহাম্মদ আমির। তখনকার কোচিং স্টাফে থাকা ওয়াকার ইউনিস, মিসবাহ উল হকদের বিদায় না হওয়া পর্যন্ত খেলবেন না বলে জানান আমির। সে সময় পিসিবির চেয়ারম্যান ছিলেন রমিজ রাজা।

আমির ২৯ সদস্যের ফিটনেস ক্যাম্পে ডাক পাওয়ার পর রমিজ রাজা জানিয়েছিলেন, ‘‘ম্যাচ পাতানোয় জড়িত কাউকে ফেরানো উচিত নয়।’’

আজ সংবাদ সম্মেলনে রমিজকে একহাতই নিয়েছেন ওয়াহাব রিয়াজ, ‘‘আমিরকে নিয়ে রমিজ রাজার কথাটা ভীষণ ঝাঁঝালো আর খুবই নেতিবাচক বার্তা দেয়। তবে সবার স্বাধীন মত দেওয়ার অধিকার আছে।’’

সংবাদ সম্মেলনে ওয়াহাব রিয়াজ।

সংবাদ সম্মেলনে ওয়াহাব বললেন, ‘‘এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে, মনে হতে পারে আমরা কাকুলে না গেলে মারামারি লেগে যাবে বাবর-শাহিনের। অথচ কাকুলের ফিটনেস ক্যাম্পে সব স্বাভাবিক ছিল। ইফতারের পর ওরা একসঙ্গে স্নুকার খেলেছে, ম্যাচ দেখেছে।’’

তাহলে এক সিরিজ পরই কেন নেতৃত্ব হারাতে হল শাহিনকে? এমন প্রশ্নের জবাবে ওয়াহাব জানালেন তার চাপ কমানোর কথা, ‘‘আমরা শাহিনের ওপর থেকে চাপ কমাতে চেয়েছি কারন সে আমাদের মূল বোলার। বিশ্বকাপে ওকে আমরা পুরো ফিট অবস্থায় চাই। বাবর এই দলের সবচেয়ে অভিজ্ঞ অধিনায়ক।’’

পাকিস্তানের স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, উসমান খান, জামান খান, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আমির।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত