সাবেক তারকা গোলরক্ষক মোহাম্মদ মহসিন উধাও বাসা থেকে। তার পরিবারের লোকজন হন্যে হয়ে খুঁজছে তাকে। না পেয়ে রমনা থানায় একটা সাধারণ ডায়েরি করেছেন তার ভাই কোহিনূর ইসলাম।
ডায়েরিতে দেওয়া তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দুপুর ২টায় রমনা থানাধীন আয়েশা কমপ্লেক্সের বাসা থেকে নিখোঁজ হয়েছেন মহসিন। তার মানসিক অসুস্থতার কথাও উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, মালিবাগের ওই বাসায় দুই ভাই মহসিন ও কোহিনূর থাকেন তাদের মায়ের সঙ্গে। মঙ্গলবার দুপুরে সবার নজর এড়িয়ে মহসিন বেরিয়ে যান। অন্যান্য সময় বের হলেও তিনি ফিরে আসেন। কিন্তু এদিন ফেরেননি বলেই থানায় গেছেন ছোট ভাই।
অনেকদিন ধরেই মহসিনের শারীরিক অবস্থা খারাপ। আশির দশকের এই তারকা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছেন। প্রথম দর্শনের তাকে চেনার উপায় নেই। আবার তার পক্ষেও কাউকে চেনার উপায় নেই। মানসিক স্থিতি হারানো এই সাবেক তারকাকে চিকিৎসা করানোর জন্য বিসিবি একবার উদ্যোগ নিয়েছিল।