Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

রিজওয়ানের ছক্কার রেকর্ডের ম্যাচ হারল পাকিস্তান

৪১ বলে ৭৪ করে ম্যাচ সেরা হয়েছেন ফিন অ্যালেন। ছবি : টুইটার
৪১ বলে ৭৪ করে ম্যাচ সেরা হয়েছেন ফিন অ্যালেন। ছবি : টুইটার
[publishpress_authors_box]

ইনিংসটা মাত্র ৭ রানের। ৫ বলের ইনিংসে ছক্কা ছিল একটি। মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড হয়েছে তাতেই। পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৭৭ ছক্কা এখন রিজওয়ানের।

রিজওয়ান টপকে গেলেন মোহম্মদ হাফিজ়কে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাফিজ়ের ছক্কা ৭৬টি। শহীদ আফ্রিদির ছক্কা ৭৩ আর শোয়েব মালিকের ৬৯টি।

রিজওয়ানের ছক্কার রেকর্ডের ম্যাচে অবশ্য নিউজিল্যান্ডের কাছে ২১ রানে হেরেছে পাকিস্তান। হ্যামিল্টনে কিউইদের ৮ উইকেটে ১৯৪ রানের জবাবে শাহীন শাহ আফ্রিদর দল গুটিয়ে যায় ১৭৩-এ।

প্রথম দুই ওভারে দুই ওপেনার হারিয়েছিল পাকিস্তান। বাবর আজম ও ফখর জামানের বিস্ফোরক ব্যাটিংয়ে ম্যাচে ফিরেছিল তারা। একটা সময় ১০ ওভারের আগেই ২ উইকেটে স্কোর ছিল ৯৭। কিন্তু বাবর আর ফখরের বিদায়ের পর ম্যাচ শেষ করে আসার দায়িত্বটা নিতে পারেননি কেউ।

বাবর ৪৩ বলে ৬৬ আর ফখর খেলেন ২৫ বলে ৫০ রানের ইনিংস। এডাম মিলনে নেন ৪ উইকেট।

 এর আগে ফিন অ্যালেনের ৪১ বলে ৭৪ রানের ঝড়ে বড় স্কোরের ভিত পেয়েছিল নিউজিল্যান্ড। করোনার ধকল কাটিয়ে ফেরা মিচেল স্যান্টনারের ১৩ বলে ২৫ আর রিটায়ার্ড হার্ট হওয়া কেন উইলিয়ামসনের ১৫ বলে ২৬-এ কিউইরা পায় ১৯৪ রানের পুঁজি।

হারিস রউফ ৩ আর আব্বাস আফ্রিদি নেন ২ উইকেট। পাঁচ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে গেল ২-০’তে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত