লাল ও সাদা বলের জন্য দুই বিদেশি কোচ পছন্দ পিসিবির। গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পিকে বিশ্বকাপের আগেই চায় তারা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পিসিবি অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদকে।
বাবর আজমদের প্রধান নির্বচক নেই কেউ। নির্বাচক প্যানেলে থাকা ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ ইউসুফকেও জুড়ে দেওয়া হয়েছে এই সফরের দলে। ওয়াহাব রিয়াজ দায়িত্ব পালন করবেন টিম ম্যানেজারের।
মোহাম্মদ ইউসুফকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল প্রধান কোচ হওয়ার। সেটা না হলেও পাকিস্তানের অন্যতম সফল ব্যাটার ও বর্তমান এই নির্বাচককে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে পিসিবি।
স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক স্পিনার সাঈদ আজমল। ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন আফতাব খান।
পাকিস্তান-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে ১৮, ২০ ও ২১ এপ্রিল। ২৫ ও ২৭ এপ্রিল লাহোরে হবে শেষ দুই ম্যাচ।