Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল আজিজ

মোহাম্মদ আবদুল আজিজ।
মোহাম্মদ আবদুল আজিজ।
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আবদুল আজিজ। আগামী এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

বুধবার ব্যাংকটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ পদত্যাগ করায় নতুন করে চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ আবদুল আজিজ। ব্যাংকের একটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

রাজধানীর মতিঝিলে স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় আগের চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হয় এবং নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়।

১৯৯৯ সালের ১১ মে যাত্রা শুরু করা স্ট্যান্ডার্ড ব্যাংকে গত ২৫ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন কাজী আকরাম উদ্দিন আহমেদ। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে তৃতীয় প্রজন্মের এই ব্যাংকটি। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য কাজী আকরাম।

আবদুল আজিজ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি লায়নস ক্লাব অব ঢাকা প্রগ্রেসিভ আই হসপিটালের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান।

১৯৭২ সালে ঢাকা কলেজ থেকে বাণিজ্যে স্নাতক সম্পন্ন করেন আবদুল আজিজ। এরপর থেকে বিভিন্ন ধরনের ব্যবসা উদ্যোগের সঙ্গে জড়িত হন। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠার সঙ্গেও জড়িত ছিলেন।

তিনি ১৯৮৫ সালে লায়নস্ ক্লাবস্ ইন্টারন্যাশনালে যোগ দেন। তিনি লায়নস্ ক্লাব অব ঢাকা প্রগ্রেসিভ আই হসপিটাল নামে তিনটি চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত