মেয়েদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে অপ্রতিরোধ্য মোহামেডান। আজ (রবিবার) বিকেএসপিকে ৭২ রানে হারিয়ে টানা চতুর্থ ম্যাচ জিতল তারা। হ্যাটট্রিক করেছিলেন বিকেএসপির পেসার মারুফা আক্তার। তাতেও থামানো যায়নি মোহামেডনকে।
শুরুতে ব্যাট করে মোহামেডান পায় ৯ উইকেটে ২২৮ রানের পুঁজি। ৫০তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন মারুফা।
ম্যাচে ১০ ওভারে ৩৫ রানে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। সোবহানা মোস্তারি খেলেন ৬৪ রানের ইনিংস। জবাবে বিকেএসপি ৪২.২ ওভারে গুটিয়ে যায় ১৫৬ রানে। ফারিহা তৃষ্ণা নেন ৩ উইকেট।
অপর ম্যাচে আবাহনী ৭৮ রানে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্রকে। আবাহনীর ২৭৭ রানের জবাবে কলাবাগান থামে ১৯৯-এ। আবাহনীর হয়ে শারমিন সুলতানা ৬৮ ও রুবাইয়া হায়দার ঝিলিক করেন ৬৬ রানে।
মোহামেডানের মত টানা ৪ জয়ে আবাহনীর পয়েন্ট ৮। সমান ৮ পয়েন্ট রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদেরও। তবে নেট রান রেটে শীর্ষে মোহামেডান। তাদের নেট রান রেট ৪.১১৭, রুপালী ব্যাংকের ২.৮৮৩ আর আবাহনীর ২.১৬৭।