Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

মোহামেডান ও কিংসের অঘটনে শুরু

বসুন্ধরা কিংস ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ম্যাচের একটি মুহূর্ত। ছবি: বাফুফে
বসুন্ধরা কিংস ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ম্যাচের একটি মুহূর্ত। ছবি: বাফুফে
[publishpress_authors_box]

নতুন মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম ম্যাচেই হেরেছে চ্যাম্পিয়নরা। কিংস অ্যারেনায় মোহামেডান ২-০ গোলে হেরেছে ফর্টিস এফসির কাছে। বসুন্ধরা কিংসও পারেনি জয়ের খাতা খুলতে। গাজীপুরে ২ গোলের লিড নিয়েও শেষমেশ পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে। দিনের অন্য ম্যাচে পুলিশ এফসি ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজেদের হোম ভেন্যু কিংস অ্যারেনায় ফর্টিসের তারুণ্যের কাছে হার মেনেছে গতবারের লিগ চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে মোহামেডান কয়েকটি ভাল সুযোগ তৈরি করেও পারেনি জালে বল ঠেলতে।

শেষার্ধে পা ওমর বাবুর জোড়া গোলে ফর্টিস লিগের প্রথম ম্যাচেই বড় ধাক্কা দেয় সাদাকালোদের। এই গাম্বিয়ান ফরোয়ার্ড ৬১ মিনিটে প্রথম গোলের পর ৭৯ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল।

ওদিকে গাজীপুরে পিডব্লিউডির বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েও বসুন্ধরা কিংস জিততে পারেনি। ১৩ মিনিটে দোরিয়েলতন গোমেজের গোলে এগিয়ে যায় তারা। বিরতিতে যাওয়ার ঠিক আগে ফয়সাল ফাহিম ব্যবধান দ্বিগুণ করেন।

অনেকখানি নির্ভার হয়ে বিরতিটুকু কাটিয়ে মাঠে ফেরার পর বদলে যায় খেলার ছবি। ৫৯ মিনিটে সোহেল রানার ফাউলে পেনাল্টি পায় পিডব্লিউডি, স্পট কিকে লক্ষ্যভেদ করেন আকোবির তুরেইভ। ফয়সাল আকাশের ৭২ মিনিটের গোলে সমতায় ফেরে ম্যাচ।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত