প্রিমিয়ার ডিভিশন হকি লিগে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও ঊষা ক্রীড়াচক্র।
রোববার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় দিলকুশা স্পোর্টিং ক্লাবকে ১১-১ গোলে হারিয়েছে মোহামেডান।
একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে ঊষা ক্রীড়াচক্র।
মোহামেডানে খেলছেন জাতীয় দলের অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি। লিগ শুরু হলে দলে যোগ দিয়েছেন মালয়েশিয়ান খেলোয়াড় ফয়জাল বিন সারি। রবিবার দুজনই হ্যাটট্রিকসহ করেছেন ৪ গোল। এছাড়া মোহামেডানের আমিরুল ইসলাম, ফাইজ হেলমি বিন জালি, দীপু সিনহা ও দ্বীন ইসলাম ইমন ১টি করে গোল করেন। দিলকুশার হাবুল ১টি গোল শোধ করেন।
খেলার তৃতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন মোহামেডানের তরুণ ডিফেন্ডার আমিরুল ইসলামের (১-০)। পরের মিনিটে জিমির ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয় (২-০)। ষষ্ঠ মিনিটে মোহামেডানকে তৃতীয় গোল উপহার দেন ফাইজ (৩-০)। ১৪ মিনিটে জিমি পেনাল্টি কর্নার থেকে গোল করলে প্রথম কোয়ার্টারেই ৪-০ তে এগিয়ে দেয় সাদা-কালোদের।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আবারও গোলের আনন্দ সাদা-কালো ডাগআউটে। দীপু সিনহার ফিল্ড গোলে ব্যবধান ৫-০ তে বাড়িয়ে নেয় মোহামেডান। ২০ মিনিটে ফয়জাল সারির ফিল্ড গোলে ব্যবধান ৬-০ তে দাঁড়ায়। ২৫ মিনিটে ইমন ফিল্ড গোল করলে মোহামেডান এগিয়ে যায় ৭-০ ব্যবধানে। খেলার ২৮ মিনিটে ফয়জাল সারির ফিল্ড গোলে স্কোরলাইন হয় ৮-০। ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ফয়জাল সারি দলকে এগিয়ে নেন ৯-০ এবং ম্যাচে নিজের হ্যাটট্রিকপূর্ণ করেন।
ম্যাচের তৃতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য। চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৫০ মিনিটে হাবুলের গোলে দিলকুশা হারের ব্যবধান কমিয়েছে (৯-১)। ৫৬ মিনিটে ফিল্ড গোলে দলকে ১০-১ ব্যবধানে এগিয়ে নেয়ার পাশাপাশি নিজের হ্যাটট্রিকপূর্ণ করেন রাসেল মাহমুদ জিমি। ৫৯ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন মোহামেডানের মালয়েশিয়ান ফয়জাল বিন সারি (১১-১)।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে পুলিশকে হারাল ঊষা
পুলিশকে হারিয়ে রবিবার নিজেদের পঞ্চম ম্যাচে তৃতীয় জয় তুলে নিল ৭ বছর পর লিগে ফেরা ঊষা ক্রীড়া চক্র। পুলিশের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে পুরনো ঢাকার দলটির।
ঊষার দুই ভারতীয় মোহাম্মদ শারিক ও অনিকেত গুরাভ ১টি গোল করেন। অন্য গোলটি তরুণ মিডফিল্ডার বিকেএসপির তৈয়ব আলীর। এই গোলেই মূলত জয় নিশ্চিত হয় দলটির। খেলায় পুলিশের জার্সিতে দুটি গোল করেন পাকিস্তানের এহতেশাম আসলাম এবং ভারতের দীপক প্যাটেল।
খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথম কোয়ার্টারে দুদলই গোল আদায়ের যথেষ্ট চেষ্টা করে। তবে প্রথম গোলের দেখা পেতে ২৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে শুরুতে এগিয়ে নেন ঊষার মোহাম্মদ শারিক (১-০)। ৩১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে পুলিশ এসসিকে সমতায় ফেরান দীপক (১-১)। তবে সমতা খুব বেশি সময় থাকতে পারেনি পুলিশ। পরের মিনিটেই আবারও গোল উৎসবে ঊষা। অনিকেত পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন। ৩৭ মিনিটে দারুণ এক ফিল্ড গোলে আবারো সমতায় পুলিশ। গোলটি করেন এহতেশাম আসলাম (২-২)। ৪৪ মিনিটে পুলিশের তিন খেলোয়াড়কে কাটিয়ে দারুণ হিটে গোল তুলে নেন ঊষার তৈয়ব (৩-২)। খেলার বাকি সময় এরপর দু দলই চেষ্টা করেছে গোল আদায়ের। কিন্তু আর কোনও গোল হয়নি।