Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

ফাইজাল সারির হ্যাটট্রিকে ঊষাকে হারাল মোহামেডান

ঊষা ক্রীড়াচক্রকে হারিয়ে শিরোপার আরও কাছাকাছি মোহামেডান। ছবি: সংগৃহীত।
ঊষা ক্রীড়াচক্রকে হারিয়ে শিরোপার আরও কাছাকাছি মোহামেডান। ছবি: সংগৃহীত।
[publishpress_authors_box]

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দারুণ এক জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঊষা ক্রীড়া চক্রকে ৬-৫ গোলের ব্যবধানে হারিয়ে জয়ের আনন্দে মাঠ ছাড়ে সাদা-কালোরা। 

মোহামেডানের মালয়েশিয়ান খেলোয়াড় ফাইজাল বিন সারির হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় মোহামেডান। এছাড়া জয়ী দলের আল নাহিয়ান শুভ, দ্বীন ইসলাম ইমন ও আরেক মালয়েশিয়ান ফিতরি বিন সারি ১টি করে গোল করেন।

ঊষা ক্রীড়া চক্রের বিপক্ষে আরও একটি আক্রমণ মোহামেডানের খেলোয়াড়দের। ছবি: সংগৃহীত।

ঊষার ভারতীয় খেলোয়াড় ইশরাত ইকতিদার জোড়া গোল এবং আরশাদ হোসেন, রাজু আহমেদ তপু এবং ভারতের মোহাম্মাদ শারিক ১টি করে গোল করেন।

এই জয়ে শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে রইল মোহামেডান। ১৪ খেলায় ৩৫ পয়েন্ট দলটির। সমান সংখ্যক ম্যাচে ঊষার পয়েন্ট ২৮। দুদলের আর একটি করে ম্যাচ বাকি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত