অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডসের খেলোয়াড় এনেও ক্লাব কাপ হকিতে ফাইনালে উঠতে পারেনি মোহামেডান স্পোর্টিং লিমিটেড। সেই দুঃখ পেছনে ফেলে ক্লাবটির সব নজর প্রিমিয়ার লিগে। মোহামেডান প্রত্যাশা মতো জয় দিয়েই শুরু করেছে এ মৌসুমের গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগ।
শুক্রবার মওলানা ভাসানী স্টেডিয়ামে আজাদ স্পোর্টিংকে ৪-০ গোলে হারিয়েছে মোহামেডান।
খেলার প্রথম দুই কোয়ার্টার ছিল গোলশূন্য। আজাদের মতো অনভিজ্ঞ একটি দলের বিপক্ষে গোল পেতে ৩৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় মোহামেডানকে। ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে স্বস্তি ফেরে সাদা-কালোদের ডাগআউটে।
৩৯ মিনিটে দ্বীন ইসলাম ইমনের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয় (২-০)। খেলার ৪৩ মিনিটে রাসেল মাহমুদ জিমি পেনাল্টি কর্নার থেকে গোল করলে ব্যবধান ৩-০ তে দাঁড়ায়। এরপর খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টার গিয়ে আরো এক গোল মোহামেডানের। ৫৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ম্যাচের শেষ গোলটি করেন ডিফেন্ডার মনোজ বাবু (৪-০) ।
বাংলাদেশ এসসির জয়
মোহামেডানের মতো জয় দিয়ে লিগ শুরু করেছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। দিনের প্রথম খেলায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ৬-৪ গোলে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে।
বাংলাদেশে এসসির জয়ে বড় অবদান ভারতীয় খেলোয়াড় প্রিন্স কুমার। তিনি করেছেন হ্যাটট্রিক। এছাড়া জয়ী দলের হয়ে রাকিব, দেবাশীষ রায় ও গুরপ্রীত সিং ১টি করে গোল করেন। ভিক্টোরিয়ার হয়ে আব্দুল আল আবিদ নাহিয়ান ২টি এবং মোহাম্মদ হাসান ও শহিদুল ইসলাম ১টি করে গোল করেন।
খেলার প্রথম দুই কোয়ার্টারে ৩-১ গোল ব্যবধানে এগিয়ে ছিল ভিক্টোরিয়া। তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারে খেই হারিয়ে ফেলে দলটি। খেলার অষ্টম মিনিটেই প্রিন্স কুমারের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ এসসি (১-০)। ১৬ মিনিটে আবিদ নাহিয়ানে পেনাল্টি কর্নারে সমতায় ফেরে ভিক্টোরিয়া এসসি (১-১)। ২১ মিনিটে শহিদুলের ফিল্ড গোলে অগ্রগামিতা ভিক্টোরিয়ার (১-২)। ২৫ মিনিটে হাসানের ফিল্ড গোলে ব্যবধান ১-৩ গোলে এগিয়ে নেয় ভিক্টোরিয়া।
৩৪ মিনিটে ফিল্ড গোল থেকে গোল করে ব্যবধান ২-৩ নামিয়ে আনেন বাংলাদেশ এসসির প্রিন্স কুমার (২-৩)। ৩৬ মিনিটে রাকিবের ফিল্ড গোলে সমতায় ফেরে বাংলাদেশ এসসি (৩-৩)। তৃতীয় কোয়ার্টার ৪৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন প্রিন্স (৪-৩)। এই গোলে হ্যাটট্রিকপূর্ণ হয় প্রিন্সের।
ম্যাচের চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরো ৩ গোল দেখেন দর্শকেরা। এর মধ্যে বাংলাদেশ এসসির হয়ে ৪৯ মিনিটে দেবাশীষ ফিল্ড গোল করলে ব্যবধান দাঁড়ায় ৫-৩ গোলের। ৫২ মিনিটে বাংলাদেশ এসসির আরেক ভারতীয় গুরপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৬-৩ এ নিয়ে যান। ৫৬ মিনিটে ভিক্টোরিয়ার হয়ে পেনাল্টি কর্নার থেকে ম্যাচের শেষ গোলটি করেন আল আবিদ নাহিয়ান।