Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

মহেশখালীতে পাহাড় ধসে প্রাণ গেল বাবার, আহত মেয়ে

coxsbazar-hill-slide-130724
[publishpress_authors_box]

কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে আব্দুস শুক্কুর মনু (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে তার মেয়ে মোস্তারি (২০)।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়ার একটি হাসপাতালে ভর্তি করে।

সোমবার সকাল ১০টার দিকে মহেশখালী উপজেলার কালারমার ছড়ার ঝাপুয়ার বালাগুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা।

তিনি জানান, ভারী বৃষ্টিতে সকালে হঠাৎ পাহাড় ধসে একটি বাড়ির রান্না ঘরে পড়ে। তাতে মনু নামে একজনের মৃত্যু হয় এবং তার মেয়ে মোস্তারি আহত হয়।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ তোফায়েল আহমেদ জানান, বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। তাতেই গত চারদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কক্সবাজারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত