Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
চ্যাম্পিয়নস ট্রফির আগে স্বীকার পিসিবি চেয়ারম্যানের

‘পাকিস্তানের কোনও স্টেডিয়াম আন্তর্জাতিক মানের নয়’

sss
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে পাকিস্তানে। অথচ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি মেনে নিলেন তার দেশের কোনও স্টেডিয়াম আন্তর্জাতিক মানের নয়!

এগুলো আন্তর্জাতিক মান সম্পন্ন করতে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির তিনটি স্টেডিয়ামে ১২.৮ বিলিয়ন রুপিতে সংস্কার কাজ শুরু করেছে পিসিবি। এজন্য করাচি থেকে পাকিস্তান-বাংলাদেশের টেস্ট ভেন্যু সরিয়ে নেওয়া হয়েছে রাওয়ালপিন্ডিতে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম পরিদর্শন শেষে মহসিন নাকভি বলেন, ‘‘আন্তর্জাতিক স্টেডিয়াম আর আমাদের স্টেডিয়ামের মধ্যে অনেক পার্থক্য। আমাদের কোনও স্টেডিয়ামই আন্তর্জাতিক মানের নয়।’’

আন্তর্জাতিক স্টেডিয়ামের সঙ্গে ব্যবধান বোঝাতে নাকভি উদাহারণ দিয়েছেন, ‘‘কোনও স্টেডিয়ামে পর্যাপ্ত সিট আর বাথরুম ছিল না। মনে হতো ৫০০ মিটার দূর থেকে খেলা দেখছি। আশা করছি সংস্কারের পর আমাদের স্টেডিয়ামগুলো অন্যতম বিশ্বসেরা হবে। স্টেডিয়ামে যেসব সুবিধা থাকে এর সবই থাকবে এখানে।’’

আগামী বছর ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি, ফাইনাল ৫ মার্চ। ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে ধরে নিয়েই সূচি তৈরি করেছে পিসিবি। নিরাপত্তার জন্য রোহিত শর্মাদের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত