চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে সংস্কার চলছে পাকিস্তানের কয়েকটা স্টেডিয়ামে। তাতে অনিশ্চিত পাকিস্তানের মাটিতে অক্টোবরে হতে যাওয়া ইংল্যান্ডের টেস্ট সিরিজ। ৭ থেকে ২৮ অক্টোবর হতে যাওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজ আরব আমিরাতে সরে যাওয়ার গুঞ্জনও ছড়িয়েছে মিডিয়ায়।
এরপর ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানান, ‘‘ভেন্যু ঠিক না হলে আমরা দল ঘোষণা করব কীভাবে? আশা করছি দ্রুত সবকিছুর সমাধান হবে।’’ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি অনিশ্চয়তা দূর করলেন সিরিজটির। তিনি জানালেন এই সিরিজ হবে পাকিস্তানেই ‘‘এই হোম সিরিজটি অনুষ্ঠিত হবে মুলতান আর রাওয়ালপিন্ডিতে। ইংলিশ বোর্ডের সঙ্গে যোগাযোগ আছে আমাদের, তারা সন্তুষ্ট আমাদের প্রস্তুতিতে।’’
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত এখনও নিশ্চয়তা দেয়নি পাকিস্তানে দল পাঠানোর। শঙ্কা আছে ভারতের ম্যাচগুলো অন্য কোথাও সরে যাওয়ার। তবে নাকভি আশাবাদী পুরো টুর্নামেন্ট পাকিস্তানে হওয়া নিয়ে, ‘‘চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে। আমরা বিসিসিআই সচিবের সঙ্গে যোগাযোগ রাখছি। বাকি বোর্ডগুলোর প্রধানের সঙ্গেও যোগাযোগ রয়েছে আমাদের। জয় শাহের সঙ্গে যোগাযোগ রাখছি, তিনি আইসিসি চেয়ারম্যান হওয়ায় আমাদের কোনও দুশ্চিন্তা নেই। আগামী ৮ এবং ৯ সেপ্টেম্বর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় আলোচনা হবে এ নিয়ে।’’
গত ওয়ানডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম। মহসিন নাকভির অনুরোধে আবারও সীমিত ওভারের অধিনায়কত্ব ফেরেন তিনি। তবে ব্যাট হাতে ছন্দ হারানোয় গুঞ্জন ছড়িয়েছে বাবরের নেতৃত্ব হারানোর।
এ নিয়ে নাকভি জানালেন,‘‘আমি এটা কোচ ও নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছি। ২২ সেপ্টেম্বর একটি কর্মশালা আছে। সেখানে নিজেদের মতামত দেওয়ার জন্য সবাই আমন্ত্রিত। এর পরই সিদ্ধান্ত নেওয়া হবে।’’