ঢাকায় গত বছর যুবদল নেতা শামীম মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহকে পাঁচ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
মঈন ছাত্র-জনতা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফুপাত ভাই আবুল হাসানাত আব্দুল্লার মেজ ছেলে। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক ছিলেন।
আওয়ামী লীগ সরকারের পতনের আড়াই মাস পর গত শুক্রবার রাতে ঢাকার গুলশান থেকে মঈনকে গ্রেপ্তারে কথা জানায় পুলিশ। যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাকে নেওয়া হয় ঢাকার আদালতে।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. রাগীব নূর পাঁচ তিন রিমান্ডের আদেশ দেন।
২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে সংঘাতে আহত হয়েছিলেন যুবদলের শামীম। পরে তার মৃত্যু ঘটে। ওই হামলার জন্য তখন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছিল বিএনপি।
রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় শামীম মোল্লা হত্যরে ঘটনায় মামলা হয়। সেই মামলায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঈন আব্দুল্লাহর বাবা হাসানাত আব্দুল্লাহ বরিশাল-১ আসনের সংসদ সদস্য ছিলেন। তার ভাই সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়র ছিলেন।