শীর্ষে নেপাল
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ধার করায় শীর্ষে নেপালের মানুষ। তারপরই রয়েছে বাংলাদেশ। বিশ্ব ব্যাংকের ডেটা পর্যালোচনা করে এ তথ্য জানা যাচ্ছে।
বিশ্ব ব্যাংকের ডেটা পোর্টালে প্রকাশিত সর্বশেষ ২০২১ সালের ডেটার ভিত্তিতে দেশগুলোর মানুষের ধারের হার দেখুন নিচের গ্রাফে।
যেকোনও কারণে ২০২০ সালে যেকোনও উৎস থেকে একক বা যৌথভাবে টাকা ধার করেছেন- এমন ব্যক্তিরা এই জরিপের আওতায় ছিলেন। ভুটান ও মালদ্বীপের ডেটা পাওয়া যায়নি।
নারীদের ধার
নারীদের ক্ষেত্রেও ধার করায় এগিয়ে নেপালের নারীরা। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
বাংলাদেশে পুরুষরা এগিয়ে
পুরুষদের ক্ষেত্রেও ধার করায় শীর্ষে নেপালের পুরুষেরা। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।
তবে বাংলাদেশে পুরুষেরা নারীদের চেয়ে বেশি ধার করেন। একই অবস্থা নেপাল ও পাকিস্তানে। তবে ভারত ও শ্রীলঙ্কায় নারীরা পুরুষদের চেয়ে বেশি ধার করেছেন।