Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বাধ্যতামূলক অবসরে পুলিশ কর্মকর্তা হাবিবুর ও মনিরুল

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান (বাঁয়ে) ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম।
ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান (বাঁয়ে) ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম।
[publishpress_authors_box]

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলামকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ডিএমপি কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল হাবিবুর রহমানকে।

রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ডিএমপি কমিশনারের পদের পাশাপাশি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাবের মহাপরিচালক (ডিজি) পদেও আসে নতুন মুখ।

সর্বশেষ হাবিবুর রহমানের সঙ্গে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলামকে পাঠানো হলো বাধ্যতামূলক অবসরে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত