রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের লোকালয়ে এসে পড়েছিল বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর। পরে সেটি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে কাপ্তাই জাতীয় উদ্যানে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাসুম আলমসহ বনকর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় কাপ্তাই জাতীয় উদ্যানে বানরটি অবমুক্ত করেন।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী জানান, কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত হওয়া লজ্জাবতী বানরটি গত সোমবার নানিয়ারচর থেকে উদ্ধার করে বন বিভাগ।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিপন্ন প্রজাতির লাল তালিকায় রয়েছে ‘বেঙ্গল স্লো লরিস’ প্রজাতির এই লজ্জাবতী বানর। গত কয়েকমাসে কাপ্তাই জাতীয় উদ্যানে এই প্রজাতির বেশ কিছু বানর অবমুক্ত করা হয়। এগুলো পার্বত্য চট্টগ্রামের লোকালয় থেকেই উদ্ধার করা হয়েছিল।