বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নূরজাহান বেগম।
বৃহস্পতিবার ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। এই হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের সঙ্গেও কথা বলেন উপদেষ্টা।
পরে সাংবাদিকদের তিনি বলেন, এই হাসপাতালে অনেক পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কেউ হাতে, পায়ে, মাথায় আঘাত পেয়েছেন।
ছাত্র আন্দোলনের এক সমন্বয়কও এখানে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত এক হাজারের বেশি নিহত হয়েছে এবং ৪০০ মানুষের বেশি দৃষ্টিশক্তি হারিয়েছেন। অনেকে এক চোখ, আবার অনেকেই দুই চোখের দৃষ্টি হারিয়েছেন।
যারা দৃষ্টি হারিয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের সঙ্গেও কথা হয়েছে বলেও জানান তিনি।
নূরজাহান বেগম বলেন, “যাদের চোখ অন্ধ হয়ে গেছে বা চোখে সমস্যা দেখা দিয়েছে আমরা আমেরিকার ‘সেবা ফাউন্ডেশন’কে তাদের তালিকা পাঠিয়েছি। তারা বলেছে যত শিগগির সম্ভব তারা চিকিৎসার জন্য দেশে ডাক্তার নিয়ে আসবে। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও দিনাজপুরে তাদের চিকিৎসা হবে।”
এসময় স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, “অনেকে পায়ে আঘাত পেয়েছেন, অনেকের পা কেটে ফেলতে হয়েছে। আমরা বিভিন্ন দাতা সংস্থার সাথে কথা বলছি, বিশ্বব্যাংকের সাথেও আমাদের কথা হয়েছে, যাতে সুচিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তারদের টিম নিয়ে আসা যায়। সেটা নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি।”
যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বলেও এ সময় জানান উপদেষ্টা।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ের শুরুতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন শুরু অহিংস থাকলেও মাসের মাঝামাঝিতে তা সংঘাত-সহিংসতায় গড়ায়। এতে অনেকের প্রাণহানি হয়। আগস্টের শুরুতে এই আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিলে বাড়ে সংঘাত, সঙ্গে প্রাণহানিও।
এক পর্যায়ে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। সরকার পতনের পরেও দেশজুড়ে হামলা, ভাঙচুর ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনার অনেকের প্রাণহানি হয়।
তবে সরকার পতনের আগে-পরে মোট কত মানুষ হতাহত হয়েছে তার কোনও সরকারি পরিসংখ্যান নেই। এর মধ্যেই বৃহস্পতিবার স্বাস্থ্য উপদেষ্টা ছাত্র আন্দোলনে হাজারের বেশি মানুষের প্রাণহানির কথা জানালেন।