Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

দুই বছরে বিপিএলে ৩০-এর বেশি দুর্নীতির অভিযোগ!

এবারও নিলামে পছন্দের খেলোয়াড় বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ছবি: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফেইসবুক
এবারও নিলামে পছন্দের খেলোয়াড় বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ছবি: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফেইসবুক
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

বিপিএল শুরুর আগে প্রতিবছরই নানা অভিযোগ থাকে। তবুও মাঠের লড়াই টুর্নামেন্ট গড়ানোর সঙ্গে সকল অভিযোগকেই থামিয়ে দেয়। বিসিবিতে পরিচালনা পর্ষদের পরিবর্তনের পর এবার নতুন বিপিএল কেমন হয় তা নিয়ে আলোচনা ছিল।

সেই আলোচনা আড়াল করে দিল নতুন অভিযোগ। বিপিএলে সবশেষ ২ বছরে ৩০টিরও বেশি দুর্নীতির অভিযোগ এসেছে। ইংল্যান্ডের দৈনিক টেলিগ্রাফকে আইসিসির তদন্ত কর্মকর্তা স্টিভ রিচার্ডসন এমনটা জানিয়েছেন। উদ্বেগ প্রকাশ করে ওই কর্মকর্তা বলেছেন ওই সব অভিযোগের কোনটির ব্যবস্থা নেওয়া হয়নি।

আইসিসিতে ২০২৩ পর্যন্ত দুর্নীতিবিরোধী ইউনিটে কর্মরত ছিলেন স্টিভ। টেলিগ্রাফের রিপোর্টে শুধু বিপিএল নয় বিশ্বের আরও কয়েকটি টি-টোয়েন্টি লিগের ব্যাপারে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বিপিএলে গত দুই বছরে ৩০টির বেশি দুর্নীর্তির অভিযোগ উঠলেও কাউকে নিষিদ্ধ করা হয়নি। এমনকি অনেক ক্রিকেটার তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত খেলা চালিয়ে গেছেন।

বিশেষ করে ভারতে অনুষ্ঠিত হওয়া এবং শুধুমাত্র ভারতে টেলিভিশন সম্প্রচার হওয়া টুর্নামেন্টগুলোর দিকে আঙ্গুল তুলেছেন স্টিভ। বিপিএল নিয়ে আরও বলা হয়, অন্য অনেক লিগের মতো বিপিএলও দুর্নীতিবিরোধী কার্যক্রমের জন্য আইসিসিকে তালিকাভূক্ত করেনি। এই কাজটি স্বল্প খরচে তারা নিজেরাই করে।

আইসিসির সহযোগীদেশগুলোতে হওয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেছেন স্টিভ। এসব টুর্নামেন্ট আয়োজনে যথাযথ টিভি স্বত্ব বা স্পন্সর প্রতিষ্ঠান থাকে না। তাই দেশের বাইরে থেকে কোন একজন উক্ত বোর্ডকে আসর আয়োজনের জন্য মোটা অঙ্কের অর্থ প্রস্তাব করলে তা ফিরিয়ে দেওয়া কঠিন।

এ কারণে বিশ্বের বিভিন্ন দেশে এখন টি-টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে। অবশ্য সব টুর্নামেন্টে শুধু দুর্নীতিবাজরাই আসে এমনটা নয় বলেও জানিয়েছেন স্টিভ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত