গৌতম গম্ভীরের হাত ধরে নতুনভাবে শুরু করেছে ভারত। রাহুল দ্রাবিড়ের বিদায়ের পর প্রধান কোচ হয়েছেন গম্ভীর। তিনি নিজের পছন্দের সহকারীদের নিয়ে আসছেন দলে। গম্ভীরের দলে এরই মধ্যে যোগ দিয়েছেন ভারতীয় সাবেক অলরাউন্ডার অভিষেক নায়ার ও নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাটে।
ফিল্ডিং কোচ হিসেবে রেখে দেওয়া হয়েছে টি দিলীপকে। আর স্পিন বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কা সফরে ছিলেন সাইরাজ বাহুতলে। এবার ষষ্ঠ কোচ হিসেবে যোগ দিতে চলেছেন মরনে মরকেল। দক্ষিণ আফ্রিকার এই পেসার সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজেই যোগ দিবেন বলে জানিয়েছে ‘ক্রিকবাজ’।
মরকেলের যোগ দেওয়ার কথা ছিল শ্রীলঙ্কা সিরিজেই। কিন্তু বাবার অসুস্থতার জন্য দেশে ছিলেন তিনি। মরকেল এর আগে বোলিং কোচ ছিলেন পাকিস্তানের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের কারণে পদত্যাগ করেন তিনি। গত জুনে ছয় মাসের চুক্তিতে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক পেসার। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছেড়ে দেন মরকেল।
মরকেল এর আগে লখনৌ জায়ান্টসে কাজ করেছেন গম্ভীরের সঙ্গে। সেই থেকে তাকে পছন্দ গম্ভীরের। তিনি যোগ দিলে সাইরাজ বাহুতলেকে রেখে দেওয়া হবে কিনা, নিশ্চিত নয় এখনও।