Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

মিশরকে উড়িয়ে ফুটবলে মরক্কোর প্রথম পদক

অলিম্পিক ফুটবলে প্রথম পদক জিতেছে মরক্কো। ছবি: টুইটার
অলিম্পিক ফুটবলে প্রথম পদক জিতেছে মরক্কো। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

অলিম্পিক ফুটবলে যারা কখনও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি, সেই মরেক্কোই প্যারিসে ইতিহাস রচনা করল। মিশরকে উড়িয়ে ক্রীড়াযজ্ঞের ফুটবল থেকে প্রথম পদক জয়ের আনন্দে মাতলো আফ্রিকার দেশটি।

ছেলেদের ফুটবলের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে সোনার স্বপ্ন শেষ হয়ে যায় মরক্কোর। তবে পদক জয়ের সম্ভাবনা বেঁচে থাকে। ব্রোঞ্জ পদকের লড়াইয়ের মাধ্যমে পোডিয়ামে দাঁড়ানোর সুযোগ থাকে তাদের সামনে।

মরক্কো সেই সম্ভাবনা দারুণভাবে কাজে লাগিয়েছে। মিশরকে ৬-০ গোলে উড়িয়ে অলিম্পিক ফুটবল থেকে প্রথম পদক জিতেছে আশরাফ হাকিমির দল। কখনও গ্রুপ পর্ব না পেরোনো দলটি প্যারিস অলিম্পিক থেকে জিতে নিল ব্রোঞ্জ।

নঁতের ব্রোঞ্জ পদকের ম্যাচে মরক্কোর গোল উৎসবের শুরুটা ২৩ মিনিটে। আবদে এজালজুলির গোলে এগিয়ে যায় তারা। মিনিট তিনেক পর ব্যবধান দ্বিগুণ করেন সোফিয়ানে রাহিমি। এই ২ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে আফ্রিকার দেশটি।

বিরতি থেকে ঘুরে এসে মিশরের ওপর আরও তাণ্ডব চালায় মরক্কো। ৫১ মিনিটে স্কোরশিটে নাম তোলেন বিলাল এল খানাউস। এরপর ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল পান রাহিমি। ৭৩ মিনিটে স্কোরলাইন ৫-০ করেন আকরাম নাকাচ। আর ৮৭ মিনিটে মিশরের কফিনে শেষ পেরেকটি মারেন অধিনায়ক হাকিমি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত