Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

রোনালদো ও মরক্কোর বিশ্ব রেকর্ড, বিশ্বকাপে ইংল্যান্ড

বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর গোল ৫১ ম্যাচে ৪১টি। ছবি : এক্স
বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর গোল ৫১ ম্যাচে ৪১টি। ছবি : এক্স
[publishpress_authors_box]

অসাধারণ এক কীর্তি গড়ল মরক্কো। গত বিশ্বকাপে চমক দেখানো দলটি আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে মঙ্গলবার কঙ্গোকে হারিয়েছে ১-০ গোলে।

তাতে টানা ১৬ ম্যাচে জয়ের দেখা পেল আটলাস লায়ন্স খ্যাত দলটি, যা আন্তর্জাতিক ফুটবলে বিশ্ব রেকর্ড। আগের রেকর্ড ছিল স্পেনের ২০০৮ সালের জুন থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত টানা ১৫ জয়ের।

আগেই বিশ্বকাপে নিশ্চিত করা মরক্কো দলটি ‘ই’ গ্রুপে আট ম্যাচের সবকটিই জিতল। গত বছরের মার্চে মৌরিতানিয়ার প্রীতি ম্যাচে গোলশূন্য ড্রর পর টানা ১৯ মাস জিতে চলেছে তারা। ১৬ ম্যাচে তারা ৫০ গোল করেছে, হজম করেছে চারটি।

টানা ১৬ ম্যাচ জিতেছে মরক্কো।

বিশ্ব রেকর্ড গড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদোও। বিশ্বকাপ বাছাইয়ে হাঙ্গেরির বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচে জোড়া গোল করেছে রোনালদো। বিশ্বকাপ বাছাইয়ে এককভাবে সবচেয়ে বেশি গোল এখন রোনালদোর। ৩৯ গোল নিয়ে এতদিন যৌথভাবে সবার ওপরে ছিলেন রোনালদো এবং গুয়াতেমালার কার্লোস রুইজ। বিশ্বকাপ বাছাইয়ে এখন রোনালদোর গোল ৫১ ম্যাচে ৪১টি।

অষ্টম মিনিটে আতিলা সালাইয়ের গোলে পিছিয়ে পড়েছিল পর্তুগাল। ২২ মিনিটে সমতা ফেরানোর পরও প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে পর্তুগালকে লিড এনে দেন রোনালদো। তবে ইনজুরি টাইমে দমিনিক সোবোসলাইয়ের গোলে পর্তুগালকে রুখে দেয় হাঙ্গেরি। তাতে বিশ্বকাপের অপেক্ষা বেড়েছে পর্তুগালের।  ‘এফ’ গ্রুপে ৪ ম্যাচে পর্তুগালের পয়েন্ট ৩ জয় ও এক ড্রয়ে ১০। সমান ম্যাচে হাঙ্গেরির পয়েন্ট ৫। পর্তুগালই আছে গ্রুপের শীর্ষে।

বিশ্বকাপ নিশ্চিত করেছে ইংল্যান্ড।

পর্তুগালের অপেক্ষা বাড়লেও ইউরোপের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে ইংল্যান্ড। এই নিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্বকাপের টিকেট পেল তারা। রিগায় লাটভিয়াকে তারা উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। জোড়া গোল করেছেন হ্যারি কেইন। একটি করে গোল করেছেন আন্থনি গর্ডন ও এবেরেচি এজে। অন্য গোলটি আত্মঘাতী।

 গ্রুপ ‘কে’ থেকে দুই ম্যাচ হাতে রেখে বিশ্বকাপ নিশ্চিত করা ইংল্যান্ড জিতেছে টানা ৬ ম্যাচ। তারা ১৮ গোল করলেও হজম করেনি একটিও। ইংল্যান্ডের পয়েন্ট ১৮। তাদের সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আলবেনিয়া দুইয়ে, ১০ পয়েন্ট নিয়ে সার্বিয়া আছে তিনে। গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে আছে এই দুই দল।

২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে যারা:

 যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইকুয়েডর, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, প্যারাগুয়ে, মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড, সৌদি আরব, আইভরি কোস্ট, সেনেগাল।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত