Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ডেনিশ কাঠিন্যে আটকাল ইংল্যান্ড

r4
[publishpress_authors_box]

ডেনমার্ক ১ : ১ ইংল্যান্ড

‘ইংল্যান্ড খুব বাজে ছিল’’-ডেনমার্কের বিপক্ষে ম্যাচ চলার সময়ই বলছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়েরার। ডেনমার্ক তাদের খেলতে দেয়নি নিজেদের ছন্দে। হট ফেবারিট ইংল্যান্ডকে ১-১ গোলে রুখে দিয়েছে তারা।

ম্যাচটা জিতলে জার্মানির পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোর টিকিট পেত বেলিংহাম, কেইন, ফোডেনদের মত তারায় ঠাসা ইংল্যান্ড। কিন্তু পয়েন্ট হারানোয় গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে ইউরোর অন্যতম ফেবারিটদের।

ফ্রাঙ্কফুর্টে ইংল্যান্ডের সমর্থনে এসেছিলেন প্রিন্স উইলিয়াম। তার সামনে ১৩ মিনিটে অল্পের জন্য সুযোগ নষ্ট করেন ফিল ফোডেন। জায়গা বের করে নেওয়া শট চলে বারের ওপর দিয়ে। তবে ১৮ মিনিটে সুযোগ হাতছাড়া করেননি হ্যারি কেইন। ডেনমার্ক ডিফেন্ডার ভিক্টর ক্রিস্টিনসেনের সামনে থেকে বল ছিনিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ পাসটি বাড়ান কাইল ওয়াকার। তার নীচু ক্রস একজনের শরীরে লেগে আসে কেইনের কাছে, যা জালে পাঠাতে ভুল করেননি তিনি।

এ নিয়ে ইংল্যান্ডের পক্ষে (বিশ্বকাপ-ইউরো) মর্যাদার চারটি টুর্নামেন্টে গোল করে মাইকেল ওয়েন ও ওয়েইন রুনির পাশে নাম লেখালেন কেইন।

ম্যাচে সমতা ফেরাতে বেশি সময় নেয়নি ডেনমার্ক। ৩৪ মিনিটে ২৫ গজের বেশি দূর থেকে নেওয়া মর্টেন হুলমান্দের শট জড়ায় জালে। প্রতিক্রিয়া দেখাতে দেরি করে ফেলেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ২০১৬ সালের ইউরোর পর গ্রুপ পর্বে ইংল্যান্ডের জালে এটাই প্রথম গোল।

বিরতির পর ইংল্যান্ডের বিখ্যাত মিডফিল্ডার এবং ফরোয়ার্ডদের খুঁজেই পাওয়া যাচ্ছিল না ঠিকঠাক। জুড বেলিংহামও ছিলেন নিষ্ক্রিয়। ৫৬ মিনিটে ফোডেনের শট ফিরে আসে পোস্টে লেগে। ৭১ মিনিটে ওলি ওয়াটকিনস ডেনিশ গোলরক্ষককে একা পেয়েও মিস করেন দারুণ সুযোগ।

পোস্টে ১৬টা শট নিয়ে ৭টা লক্ষ্যে রেখেছিল ডেনমার্ক। আর ইংল্যান্ড ১২ শট নিয়ে লক্ষ্যে রেখেছিল ৪টি। তাই অ্যালান শিয়েরার বললেন, ‘‘ সাউথগেটকে নিয়ে প্রশ্ন উঠে গেল। ফোডেন, বেলিংহামরা বছর জুড়ে ক্লাবে দুর্দান্ত খেলেছে কিন্তু তাদের সেরাটা বের করা গেল না।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত