Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ঝিনাইদহ সীমান্তে মর্টার শেল, বিএসএফকে বিজিবির প্রতিবাদ

সীমান্তে মর্টার শেল
তাজা এই মর্টার শেলটি পাওয়া গেছে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে।
Picture of আঞ্চলিক প্রতিবেদক, কুষ্টিয়া

আঞ্চলিক প্রতিবেদক, কুষ্টিয়া

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাওয়া গেলে তাজা মর্টার শেল।  এটি ভারতের বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী। তার প্রতিবাদও জানানো হয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীকে।

শনিবার সকালে মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে নাজু হোসেন নামে এক ব্যক্তি শিম ক্ষেতে মর্টার শেলটি পাওয়ার পর বিজিবিকে খবর দেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে লড়াইঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে গিয়েছিল। 

কৃষক নাজু হোসেন বলেন, “আমরা ১৬ তারিখে ভেবেছিলাম ড্রোনের কারণে বা অন্য কোনও কারণে এমন হয়েছে। বিষয়টি নিয়ে সেসময় তেমন গুরুত্ব দিইনি। কিন্তু আজ (শনিবার) সকালে মাঠে গিয়ে মর্টার শেল দেখতে পাই। আমার খুব আতঙ্কে আছি।”

খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান সাংবাদিকদের জানান, মর্টার শেলটি ভারতীয় বলে নিশ্চিত হয়েছেন তারা। এরপর বিএসএফের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়। রবিবার এনিয়ে পতাকা বৈঠক হতে পারে।

মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মেজর ওয়ায়দুর বলেন, এই ঘটনার পর থেকে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত