Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

মশারির বাড়তি চাহিদা

মশার উৎপাত বাড়ায় দিন দিন বাড়ছে মশারির চাহিদা। আগে মশারি বিক্রি মৌসুমভিত্তিক থাকলেও এখন তা চলে বছরজুড়ে।
মশার উৎপাত বাড়ায় দিন দিন বাড়ছে মশারির চাহিদা। আগে মশারি বিক্রি মৌসুমভিত্তিক থাকলেও এখন তা চলে বছরজুড়ে। ছবি : সকাল সন্ধ্যা
মশারির সবচেয়ে বড় পাইকারি বাজার নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূলতা গাউছিয়া মার্কেট। চাহিদার ৮০ শতাংশ মশারি আসে এখান থেকে। ছবি : সকাল সন্ধ্যা
আগে তাঁতের মশারি তৈরি করলেও পরে নেটের মশারির কারখানা গড়ে তোলেন অনেকে। ছবি : সকাল সন্ধ্যা
বংশ পরম্পরার এ ব্যবসা ধরে রেখেছেন অনেকে। রূপগঞ্জের ভূলতা গাউছিয়া মার্কেট থেকে তোলা ছবি : সকাল সন্ধ্যা
আট ঘণ্টা কাজ করে দিনে ৩৫টির বেশি মশারি সেলাই করতে পারেন কারিগররা। ছবি : সকাল সন্ধ্যা
মান ও সাইজভেদে ৩ থেকে ৫ হাতের মশারি বিক্রি হয় ১৫০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। রূপগঞ্জের ভূলতা গাউছিয়া মার্কেট থেকে তোলা ছবি : সকাল সন্ধ্যা

আরও পড়ুন