মশারির সবচেয়ে বড় পাইকারি বাজার নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূলতা গাউছিয়া মার্কেট। চাহিদার ৮০ শতাংশ মশারি আসে এখান থেকে। ছবি : সকাল সন্ধ্যাআগে তাঁতের মশারি তৈরি করলেও পরে নেটের মশারির কারখানা গড়ে তোলেন অনেকে। ছবি : সকাল সন্ধ্যাবংশ পরম্পরার এ ব্যবসা ধরে রেখেছেন অনেকে। রূপগঞ্জের ভূলতা গাউছিয়া মার্কেট থেকে তোলা ছবি : সকাল সন্ধ্যাআট ঘণ্টা কাজ করে দিনে ৩৫টির বেশি মশারি সেলাই করতে পারেন কারিগররা। ছবি : সকাল সন্ধ্যামান ও সাইজভেদে ৩ থেকে ৫ হাতের মশারি বিক্রি হয় ১৫০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। রূপগঞ্জের ভূলতা গাউছিয়া মার্কেট থেকে তোলা ছবি : সকাল সন্ধ্যা