পাল্টাপাল্টি হামলার মধ্যে তেল আবিবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের আক্রান্ত হয়েছে বলে দাবি করছে ইরান।
ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ডস কর্প-আইআরজিসি মঙ্গলবার সফলভাবে তেল আবিবে মোসাদের দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
হামলার পর মোসাদ সেন্টারে আগুন ধরে যাওয়ার কিছু ছবিও আইআরজিসি সরবরাহ করেছে। সেই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর আমান-এ ও হামলার দাবি করেছে আইআরজিসি।
ইরান দাবি করলেও ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইসরায়েলি সংবাদ মাধ্যমে তেল আবিবের বিভিন্ন স্থানে হামলার খবর এলেও মোসাদের দপ্তর আক্রান্ত হওয়ার কোনও খবর নেই।
এদিকে ইসরায়েল সোমবার তেহরানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা চালায়। তাতে তিনজন নিহত হয়।
সংবাদমাধ্যমের দপ্তরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
বছরব্যাপী উত্তেজনার পর গত শুক্রবার ইসরায়েল ইরানে বিমান হামলা চালালে তেহরানও পাল্টা হামলা শুরু করে। পাঁচ দিন ধরে দুই পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। তাতে গোটা বিশ্বই এখন উদ্বিগ্ন।
তথ্যসূত্র : আল জাজিরা