Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

শিবলীর ১০ : হ‍্যাপীর সন্ধ‍্যা থেকে পার্থর বর্ষা রাত

WhatsApp Image 2024-06-13 at 8.50.46 PM
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

৯০ দশকের কিশোর-তরুণদের মাতোয়ারা করা সেইসব গান। মিলেনিয়াল প্রজন্ম পেরিয়ে পৌঁছেছে জেন জি’র কানেও। সেইসব গানের ৮ শিল্পী-গীতিকারের পছন্দের ১০টি করে গান তুলে এনেছে সকাল সন্ধ‍্যা।

গীতিকবি পরিচয়ের বাইরে লতিফুল ইসলাম শিবলী একাধারে কবি, গায়ক,মডেল, ঔপন্যাসিক, অভিনেতাও। লিখেছেন নাটক ও চলচ্চিত্রের চিত্রনাট্য। নব্বইয়ের দশকজুড়ে ৪০০টির বেশি গান লিখেছিলেন তিনি। আইয়ুব বাচ্চুর ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘আসলে কেউ সুখী নয়’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘মাকে বলিস’; জেমসের ‘জেল থেকে বলছি’, ‘প্রিয় আকাশী’, ‘বিবাগী’, ‘পালাবে কোথায়’, ‘মন্নান মিয়ার তিতাস মলম’, ‘গিটার কাঁদতে জানে’; তপন চৌধুরী-শাকিলা জাফরের ‘তুমি আমার প্রথম সকাল’; মাইলসের ‘পলাশীর প্রান্তর; সোলসের ‘হাজার বর্ষা রাত’সহ বেশ কিছু সাড়াজাগানো গানের গীতিকবি শিবলী।

🌻 আবার এলো যে সন্ধ্যা

১৯৮০ | ব্যান্ড : হ্যাপি টাচ | চলচ্চিত্র ‘ঘুড্ডি’-এর গান | শিল্পী : হ্যাপি আখান্দ | গীতিকার : এস এম হেদায়েত


🌻 মন শুধু মন ছুঁয়েছে

১৯৮০ | ব্যান্ড : সোলস | অ্যালবাম: সুপার সোলস | শিল্পী : তপন চৌধুরী | গীতিকার : নকীব খান


🌻 হাসতে দেখো

১৯৯৬ | ব্যান্ড : এলআরবি | অ্যালবাম : ক্যাপসুল ৫০০ এমজি | শিল্পী : আইয়ুব বাচ্চু | গীতিকার: লতিফুল ইসলাম শিবলী


🌻 জেল থেকে বলছি

১৯৯৩ | ব্যান্ড : ফিলিংস | অ্যালবাম : জেল থেকে বলছি | শিল্পী : জেমস | গীতিকার : লতিফুল ইসলাম শিবলী


🌻 কষ্ট পেতে ভালোবাসি

১৯৯৫ | কষ্ট (সলো অ্যালবাম) | শিল্পী : আইয়ুব বাচ্চু | গীতিকার : লতিফুল ইসলাম শিবলী

🌻 মেলায় যাইরে

১৯৯০ | ব্যান্ড : ফিডব্যাক | অ্যালবাম : মেলা | শিল্পী ও গীতিকার : মাকসুদুল হক


🌻 ফিরিয়ে দাও

১৯৯৩ | ব্যান্ড : মাইলস | অ্যালবাম : প্রত্যাশা | শিল্পী : শাফিন আহমেদ | গীতিকার : মাহমুদ খুরশিদ


🌻 শ্রাবণের মেঘগুলো

১৯৯১ | ব্যান্ড : ডিফারেন্ট টাচ | অ্যালবাম : ডিফারেন্ট টাচ | শিল্পী : মেজবা | গীতিকার : আশরাফ বাবু


🌻 কেউ সুখী নয়

১৯৯৭ | অ্যালবাম : কেউ সুখী নয়  (মিক্সড) | শিল্পী : আইয়ুব বাচ্চু | গীতিকার | লতিফুল ইসলাম শিবলী


🌻 হাজার বর্ষা রাত

১৯৯৭ | অ্যালবাম: ধুন (ব্যান্ড মিক্সড) | শিল্পী : পার্থ বড়ুয়া | গীতিকার : লতিফুল ইসলাম শিবলী

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত