Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

মোস্তাফিজকে আইপিএলে চান আকরাম, বাড়ল ছুটি

আইপিএলে ১০ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। বিসিবি পরিচালক আকরাম খান চান জিম্বাবুয়ে সিরিজের বদলে আইপিএলেই খেলুন মোস্তাফিজ।
আইপিএলে ১০ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। বিসিবি পরিচালক আকরাম খান চান জিম্বাবুয়ে সিরিজের বদলে আইপিএলেই খেলুন মোস্তাফিজ।
[publishpress_authors_box]

মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দেওয়া উচিত নাকি বিশ্বকাপের প্রস্তুতিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলানো উচিত? বিতর্কটা চলছে একেবারে শুরু থেকে।

চেন্নাই সুপার কিংসের হয়ে ৩০ এপ্রিল পর্যন্তই খেলার অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। নিলামের সময় এমন অনাপত্তিপত্র ছিল তার। মোস্তাফিজ আইপিএলে ভালো করায় প্রশ্ন উঠতে থাকে, বিশ্বকাপের প্রস্তুতিতে তাকে আইপিএলে আরও কিছুদিন খেলতে দেওয়া উচিত কিনা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান আজ (সোমবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, তারও চাওয়া মোস্তাফিজ খেলুক আইপিএলে, ‘‘সত্যি বলতে কি ও চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে ব্যক্তিগতভাবে তত বেশি লাভবান হবে , তার সাথে সাথে বাংলাদেশও অনেক লাভবান হবে। জিম্বাবুয়ের বিপক্ষে খেলার চেয়ে ও সেখানে খেললে অনেক বেশি শিখবে। ওখানকার ড্রেসিংরুম আছে, বড় প্লেয়ারদের সঙ্গে খেলবে। ওখানে বিভিন্ন টাইপের উইকেট আর ক্রিকেটারদের সঙ্গে খেলছে, তো আমার মনে হয় এই সুযোগটা ওর পাওয়া উচিত।’’

মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে নিজের মতামত জানাচ্ছেন আকরাম খান। ছবি : সংগৃহীত

মোস্তাফিজও ব্যক্তিগতভাবে চেয়েছিলেন ছাড়পত্রের মেয়াদ বাড়াতে। ৩০ এপ্রিল পর্যন্ত আর ৩টা ম্যাচ বাকি আছে চেন্নাইয়ের। ঠিক পরের দিন, অর্থাৎ ১ মে চেন্নাইয়ের ঘরের মাঠে খেলা আছে পাঞ্জাবের বিপক্ষে।

মোস্তাফিজ এবারের আইপিএলে ১০ উইকেটের ৮টিই পেয়েছেন এখানে। তাই ১দিন বেশি চেন্নাইয়ের হয়ে তার খেলাতে আপত্তি নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বিসিবি আজ একদিন ছুটি বাড়িয়েছে কাটার মাস্টারের। পাঞ্জাবের বিপক্ষে খেলে সব ঠিক থাকলে ২ মে দেশে ফিরবেন মোস্তাফিজ। ২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে আসবে জিম্বাবুয়ে দল। ৩ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ।

এ নিয়ে আকরাম খান কিছু না বললেও আইপিএলে মোস্তাফিজের পারফর্ম্যান্স নিয়ে জানালেন নিজের সন্তুষ্টি, “মোস্তাফিজের পারফর্ম্যান্স নিয়ে আমরা চিন্তিত ছিলাম কারণ ও গত এক বছর ধরে স্ট্রাগল করছিল। কিন্তু আইপিএলে ওর পারফর্ম্যান্স ভালোর দিকেই যাচ্ছে। মানে একদম যে ভালো হচ্ছে তা না। ও যেহেতু লংগার ভার্সন খেলে না তাই আমার মনে হয় যে, ও যদি আইপিএলে গিয়ে এরকম ভালো করতে থাকে তাহলে বিশ্বকাপে আমরা অনেক বেশি লাভবান হব।”

মোস্তাফিজের এনওসি বাড়ানোর চিন্তা বোর্ড করতে পারে বলেও মন্তব্য আকরাম খানের, “এই জিনিসটা চিন্তা করতে পারে বোর্ড। তারপর তো এটা নির্ভর করছে টিম স্টাফ, যারা জাতীয় দলের নির্বাচক আছেন- তারা চিন্তা ভাবনা করবেন। কিন্তু ও যে ভালো করছে এটা বাংলাদেশের জন্যই ভালো।”

চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্টেরও প্রশংসা করেছেন আকরাম, “মোস্তাফিজ যে টাইপের খেলোয়াড়, ওকে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি একশভাগ লাভবান হবেন। যেটা ধোনির দল করছে। ও কলকাতার বিপক্ষে যেভাবে বল করেছে যেভাবে পরিকল্পনা করেছে (অসাধারণ)।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত