আইপিএলের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন মোস্তাফিজুর রহমান। বিশ্বকাপের জন্য ভিসার আনুষ্ঠানিকতা সেরেছেন এর মাঝে। তবে মার্কিন দূতাবাস থেকে পাসপোর্ট ফেরত না পাওয়ায় এতদিন যেতে পারেননি চেন্নাইয়ে।
অপেক্ষার প্রহর শেষ হয়েছে। পাসপোর্ট ফিরে পেয়েছেন মোস্তাফিজ। আজ (রবিবার) সন্ধ্যা ৬-১৫ মিনিটে সরাসরি ফ্লাইটে চেন্নাই যাবেন তিনি। যোগ দিবেন মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়দের সঙ্গে।
সোমবার চেন্নাইয়ে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ম্যাচ রয়েছে মোস্তাফিজদের। সেই ম্যাচের একাদশে থাকা অনেকটাই নিশ্চিত বাংলাদেশের এই পেসারের। কারণ মাথিশা পাথিরানার চোট আছে। এজন্য মোস্তাফিজের মত তিনিও খেলতে পারেননি আগের ম্যাচে। আর পাথিরানা চোট কাটিয়ে ফিরলেও চেন্নাইয়ের ধীর গতির উইকেটে মোস্তাফিজ অনেকটা ‘প্রথম পছন্দ’।
৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে এতদিন বেগুনি টুপিটা ছিল মোস্তাফিজের। তবে হারিয়েছেন সেটা। ৪ ম্যাচে ৮ উইকেট পাওয়া রাজস্থানের যুযবেন্দ্র চাহালের মাথায় এখন এই টুপি।