দারুণ ছন্দে ছিলেন মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরাও। এখনও সর্বোচ্চ ৭ উইকেট চেন্নাই সুপার কিংসের এই বাংলাদেশি পেসারের।
ছন্দে থাকলেও বিশ্বকাপের জন্য ভিসা করাতে কাল (মঙ্গলবার) রাতে ঢাকা ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার ফিঙ্গার প্রিন্ট দিতে তিনি যাবেন আমেরিকান দূতাবাসে। চেন্নাইয়ের পরের ম্যাচ শুক্রবার।
এক দিনের ব্যবধানে পাসপোর্ট ফিরে পাওয়ার সুযোগ নেই বললেই চলে। তাই শুক্রবার হায়দরাবাদের বিপক্ষে খেলা হচ্ছে না মোস্তাফিজের।
সব ঠিকঠাক থাকলে মোস্তাফিজ আগামী রবিবার বা সোমবার যেতে পারবেন ভারতে। সেটাও নির্ভর করছে পাসপোর্ট ফিরে পাওয়ার উপর। সেক্ষেত্রে মিস হেতে পারে ৮ এপ্রিল কলকাতার বিপক্ষে ম্যাচও।
এ নিয়ে বাংলাদেশের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকবাজকে বলেছেন, ‘‘আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা প্রসেসিংয়ের জন্য মোস্তাফিজ আইপিএল দেশে ফিরেছে গতরাতে। দূতাবাসে আগামীকাল (৪ এপ্রিল) সে ফিঙ্গারপ্রিন্ট দিবে । এরপর ভারতে ফিরে যোগ দিবে চেন্নাইয়ের দলে।’’