মোস্তাফিজুর রহমান ফিরতে পারবেন না, জানা ছিল আগেই। কারণ বিশ্বকাপের জন্য কাল (বৃহস্পতিবার) মার্কিন দূতাবাসে বাংলাদেশের অন্য খেলোয়াড়দের সঙ্গে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন তিনি।
একই দিনে ভিসার কাজ সম্পন্নের পর পাসপোর্ট ফিরিয়ে দেওয়াটা নজিরবিহীন। মার্কিন দূতাবাস সেটা দেয়নি মোস্তাফিজকে। তাই আইপিএলে আজকের (শুক্রবার) ম্যাচ খেলতে ভারতের টিকিট কাটা হয়নি মোস্তাফিজের। এজন্য ভারতে ফের হয়নি ‘কাটার মাস্টার’-এর।
সানরাইজার্স হায়দরাবাদ-চেন্নাই সুপার কিংসের ম্যাচটাই অবশ্য অনিশ্চিত হয়ে পড়েছিল একটা সময়। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামের সংযোগ কেটে দিয়েছিল তেলঙ্গানার সরকারি বিদ্যুৎ সরবরাহ সংস্থা। তবে শেষ পর্যন্ত আলোচনার পর সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে। তাই ম্যাচ হতে বাধা নেই আর।
তেলঙ্গানা স্টেট সার্দান পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছিলেন, এইচসিএর বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ১ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৫২১ রুপি। বার বার নোটিশ দেওয়ার পরেও টাকা দেয়নি। তাই বৃহস্পতিবার উপ্পল স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন সরকারি সংস্থার কর্মীরা। ম্যাচ হওয়া নিয়ে তৈরি হয়েছিল সংশয়। সেটা কাটল অবশেষে।