Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

আইপিএল অভিযানে চেন্নাইয়ের পথে মোস্তাফিজ

মমমমমমম
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

দুয়ারে কড়া নাড়ছে আইপিএল। সবচেয়ে আকর্ষণীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস তাকে কিরেছে ২ কোটি রুপিতে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেই আজ (মঙ্গলবার) চেন্নাই রওয়ানা দিয়েছেন ‘কাটার মাস্টার’। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বন্দরের ছবি পোস্ট করে মোস্তাফিজ লিখেছেন, ‘‘আমার নতুন অভিযানের জন্য মুখিয়ে আছি রোমাঞ্চ নিয়ে । ২০২৪ আইপিএলের জন্য চেন্নাইয়ের পথে। দোয়ায় রাখবেন, যেন নিজের সেরাটা দিতে পারি।’’  

মোস্তাফিজ অবশ্য টি-টোয়েন্টিতে ছন্দ হারিয়েছেন। এজন্য সর্বশেষ দুই মৌসুমে দিল্লি ক্যাপিটালসের একাদশে অনিয়মিত ছিলেন।

  শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে পেয়েছেন ২ উইকেট, ইকোনমি রেট ১০.৯১। প্রথম দুই ওয়ানডের একাদশেই জায়গা হয়নি। তৃতীয় ম্যাচে ফিরে ৯ ওভারে ৩৯ রানে নেন ২ উইকেট। চট্টগ্রামের প্রচণ্ড গরমে ক্র্যাম্প হওয়ায় মাঠ ছেড়েছিলেন স্ট্রেচারে করে। তবে ফিট হয়ে উঠেছেন দ্রুতই।

বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস উদ্বোধনী ম্যাচে খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। গত বছর ১৯ উইকেট নিয়ে শিরোপা জেতাতে দারুণ অবদান রাখা মাথিশা পাথিরানা চোটের জন্য অন্তত ৫ পাঁচ সপ্তাহ মাঠের বাইরে। তাই শুরু থেকে মোস্তাফিজকে দেখা যেতে পারে একাদশে।

মোস্তাফিজকে নিয়ে কদিন আগে চেন্নাইয়ের এক জ্যেষ্ঠ কর্তা ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেছিলেন, ‘‘র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগেই আমরা মোস্তাফিজকে পাচ্ছি। সে জানে, তাকে কী করতে হবে। আমরাও দেখব সে কেমন করে।’’

মোস্তাফিজ কেমন করে, দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত