আইপিএলের শুরুটা মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৩ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। সেরা একাদশে ছিলেন চেন্নাই সুপার কিংসের ৩ ম্যাচেই।
মোস্তাফিজ প্রস্তুতিও নিচ্ছিলেন পরের ম্যাচের জন্য। এর মাঝে জরুরি কাজে আজ (মঙ্গলবার) রাতে দেশে ফিরেছেন ‘কাটার মাস্টার’। পারিবারিক বা ব্যক্তিগত কাজে নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা সম্পন্ন করতে দেশে ফিরেছেন তিনি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এই টুর্নামেন্টের ভিসার জন্যই দেশে ফিরতে হল মোস্তাফিজকে। ভিসা পেতে বৃহস্পতিবার বায়োমেট্রিক হবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের।
এখনও দল ঘোষণা না হলেও বিশ্বকাপে মোস্তাফিজের থাকা নিয়ে শঙ্কা নেই। সব ঠিক থাকলে চেন্নাইয়ের পরের ম্যাচের আগেই ভারতে ফিরে যাবেন তিনি।
৫ এপ্রিল রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে চেন্নাই।
মোস্তাফিজকে দলে নেওয়া হয়েছে চেন্নাইয়ের ধীর গতির উইকেটের সুবিধা আদায় করার জন্য। প্রথম দুই ম্যাচে সেটা পেরেছেনও মোস্তাফিজ। কিন্তু তৃতীয় ম্যাচে প্রতিপক্ষের মাঠে আর পারেননি।
৪ ওভারে খরচ করেছিলেন ৪৭ রান। তাই রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাকে খেলানো হবে কিনা, বড় প্রশ্ন এটা।