Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

ধোনির প্রতি মোস্তাফিজের কৃতজ্ঞতা

dd
[publishpress_authors_box]

আইপিএল অভিযান শেষে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। ৯ ম্যাচে ১৪ উইকেট নেওয়া বাংলাদেশি এই তারকাকে মিস করার কথা সরাসরিই জানিয়েছেন চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং। ব্যাটিং কোচ মাইক হাসিও জানিয়েছেন মোস্তাফিজের অভাবের কথা।

ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি নিজের অটোগ্রাফ দেওয়া একটি জার্সি উপহার দিয়ে বিদায় বেলায় শুভেচ্ছা জানিয়েছেন মোস্তফিজেকে। যেখানে লেখা ছিল, ‘‘মোস্তাফিজের প্রতি ভালোবাসা।’’

সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ধোনিকে ধন্যবাদ জানালেন মোস্তাফিজ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘সবকিছুর জন্য ধন্যবাদ মাহি (ধোনি) ভাই। আপনার মতো কিংবদন্তির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করাটা ছিল বিশেষ কিছু। আমার প্রতি সবসময় আস্থা রাখায় ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ, সেগুলো মনে রাখব। আপনার সঙ্গে আবারও দেখা করতে ও খেলতে মুখিয়ে আছি।’’

এবারের আইপিএলে চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন না ধোনি। তবু উইকেটের পেছন থেকে বোলিংয়ের সময় নানা পরামর্শ দিতে দেখা গেছে মোস্তাফিজকে। মাত্র ৯ ম্যাচে ১৪ উইকেট যা সাহায্য করেছে নিঃসন্দেহে। কখনও ওয়াইডড দিলে বা ছক্কা হজম করলেও পেছন থেকে করতালি দিয়ে উৎসাহ জানিয়ে গেছেন ধোনি। দেশে ফিরে সেই কৃতজ্ঞতাই জানালেন মোস্তাফিজ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত