বিসিবি পরিচালক আকরাম খান বলেছিলেন, ‘‘জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চেয়ে মোস্তাফিজুর রহমানের আইপিএলেই খেলা ভালো। তাতে বিশ্বকাপের প্রস্তুতি ভালো হবে।’’
বাংলাদেশের আরও অনেকের চাওয়া এটা। তবে এর সঙ্গে একমত নন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। গণমাধ্যমে বিসিবির এই পরিচালক বুধবার জানালেন, ‘‘আইপিএলে খেলে মোস্তাফিজের শেখার কিছু নাই,শেখার সময় পার হয়ে গেছে। বরং মোস্তাফিজের কাছ থেকেই শিখতে পারে আইপিএলের অনেক খেলোয়াড়রা। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। মোস্তাফিজকে কাছে পেলে অন্যদের সুবিধা হবে।’’
৩০ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র ছিল মোস্তাফিজের। পরে আরও একদিন সেটা বাড়িয়েছে বিসিবি। তাকে কেন আইপিএলে পুরো সময় খেলতে দিতে চায় না বিসিবি এর একটা ব্যাখ্যা দিলেন জালাল ইউনুস, ‘‘২০২১ সালে দুজন খেলোয়াড় আইপিএল খেলে বিশ্বকাপে যোগ দিয়েছিল। এরপর বলেছে তারা ক্লান্ত ছিল। আমরা ঐ পরিস্থিতি তৈরি করতে চাই না। তারা (চেন্নাই) চাইবে তার থেকে একশ শতাংশ নেওয়ার জন্য। তার ফিটনেস নিয়ে তাদের মাথাব্যথা নেই, আমাদের আছে। আমি সতেজ মোস্তাফিজকে চাই, ক্লান্ত মোস্তাফিজকে চাই না।’’
আইপিএলে একজন বোলার শুধু ৪ ওভার বল করে। তারপরও এটা অনেক ধকলের বলে মনে করেন জালাল ইউনুস, ‘‘আইপিএল আপনাদের কাছে মনে হয় শুধুমাত্র ৪ ওভারের (বোলিং করা) খেলা। কিন্তু এটা কি জানেন, কতটা ধকল নিতে হয়? খেলা শেষে রাত ১টায় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাঁদের ট্র্যাভেল করতে হয়। এটা অনেক কষ্ট।’
তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে কথা হচ্ছে অনেক দিন ধরে। এর অগ্রগতি নিয়ে জালাল ইউনুস জানালেন, ‘‘আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল ওর সঙ্গে কথা বলার জন্য। আমরা ফেরা নিয়ে তামিমের পরিকল্পনা জেনেছি। একটা জায়গায় এসে আলোচনাটা শেষ করেছি। সেটা বিসিবি সভাপতিকে অবহিতও করেছি। বাকিটা আপনারা পরে জানতে পারবেন তামিম ইকবাল ও বিসিবি সভাপতির আলোচনার পরে (ফেরা নিয়ে)।’’
মুশতাক আহমেদ আপাতত যোগ দিয়েছেন জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপের জন্য। তবে এরপরও তার সঙ্গে কাজ করতে আগ্রহী জালাল ইউনুস, ‘‘আমাদের বড় সময়ের জন্য ওকে রাখার পরিকল্পনা আছে। মুশতাক আহমেদের মত কিংবদন্তী লেগ স্পিনারকে দিয়ে যদি ট্যালেন্ট হান্ট করাতে পারি সেটা দারুণ হবে।’’