Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

ভনের সেরা মোস্তাফিজ, ছিটকে গেলেন হাসারাঙ্গা

মমমমমমমমমমমমমমম
[publishpress_authors_box]

আইপিএলে প্রথম দুই ম্যাচে জাদু দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ার আর গতির মিশেলে দুই ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। জাসপ্রিত বুমরা, মায়াঙ্ক যাদব, সুনীল নারিন, আন্দ্রে রাসেলসহ ভালো করেছেন আরও অনেকে।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন অবশ্য সবার চেয়ে এগিয়ে রাখলেন মোস্তাফিজুর রহমানকেই। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের স্টুডিওতে এবারের আইপিএল নিয়ে সঞ্চালক প্রশ্ন করেন, ‘‘এখন পর্যন্ত সেরা বোলার কে’’।

জবাবে ভন বলেন, ‘‘আপনি ফিজের কথা বলতে পারেন। সে ‍দুই ম্যাচে ৬ উইকেট পেয়েছে। ছোট করে আমি আন্দ্রে রাসেলের নামটাও যুক্ত করতে চাই। কলকাতার গুরুত্বপূর্ণ সময়ে সে দারুণ বোলিং করেছে। কিন্তু আমি ফিজের কথা বলব। তার বোলিং আমার বেশি ভালো লেগেছে।’’

চেন্নাই সুপার কিংসের পেস বোলিং কোচ এরিক সাইমনের প্রশংসাও করেছেন ভন, ‘‘এরিক সাইমন পেসারদের নিয়ে দারুণ কাজ করছে। ওরা বেশিরভাগ সময়ই পেসারদের নিয়ে শুরু করে আর ভালো সুইং পায়।’’

এদিকে আইপিএল থেকে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে টেস্টে ফিরেছিলেন তিনি। এতে কেটে গেছে তার নিষেধাজ্ঞা। তবে আইপিএল মিস করছেন ইনজুরিতে পড়ে।

বাঁ পায়ের গোড়ালির চোটে পড়ায় সানরাইজার্স হায়দরাবাদে খেলা হচ্ছে না তার। ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে তাকে কিনেছিল হায়দরাবাদ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত