তিনি ছিলেন মাথিশা পাথিরানার বিকল্প। সেই মোস্তাফিজুর রহমানের জন্য এখন অনিশ্চিত পাথিরানার একাদশে খেলা! বিশেষজ্ঞরা আবার দুজনকেই চাইছেন চেন্নাই সুপার কিংসের একাদশে।
প্রথম দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির স্মারক পার্পল ক্যাপ বা বেগুনি টুপিটা এখন মোস্তাফিজের। সেটা ধরে রাখতে পারবেন কিনা, উত্তরটা সময়ের হাতে। তবে দারুণ ছন্দে ফেরার জন্য ইনস্টাগ্রামে কৃতজ্ঞতা জানালেন বাংলাদেশের এই পেসার।
প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে মোস্তাফিজ জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। পরের ম্যাচে ডেথ ওভারে আগুন ঝড়িয়ে নিয়েছেন ২ উইকেট।
এজন্য কৃতজ্ঞতা জানিয়ে ইনস্টাগ্রামে মোস্তাফিজ লিখেছেন, ‘‘পার্পল ক্যাপ নিয়ে খেলতে পারার অনুভূতি অসাধারণ। সতীর্থ ও সমর্থকদের জন্য অভিভূত আমি। এই বিশেষ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। অবশ্যই এটাকে লালন করব অনেক দিন । সবার সমর্থন আর ভালোবাসার জন্য ধন্যবাদ। কৃতজ্ঞ থাকব আজীবন।’’
মোস্তাফিজ আলোচিত হয়েছেন অ্যালকোহলের বিজ্ঞাপনী প্রচার না করেও। চেন্নাইয়ে সব স্পনসরের লোগো থাকলেও মোস্তাফিজের জার্সিতে নেই বিয়ার কোম্পানির এসএনজে ১০০০০ লোগো। তার মত মঈন আলীর জার্সিতেও নেই সেই লোগো।
মঈন অবশ্য আগে থেকেই এই লোগো ছাড়া খেলের চেন্নাইয়ের হয়ে। মোস্তাফিজ তাকে অনুসরণ করায় আলোচিত হচ্ছেন যথেষ্ট।